সম্পর্কের ভেতর বাহির
জীবনযাপন ও সংসার ধর্মের নিমিত্তে প্রতিদিন আমরা বিভিন্ন সম্পর্কের মধ্য দিয়ে অবগাহন করি। আত্মীয়তা, সামাজিকতা, শিক্ষা-দীক্ষা ও জীবিকার প্রয়োজনে নানা মানুষের সাথে নানা সম্পর্কের ভেতর আমাদের পথ চলা। এটা খুবই স্পষ্ট যে, যখন একটা সম্পর্ক সুন্দর থাকে তখন এর পেছনে অনেকগুলো বিষয় অন্তনিহিত থাকে। আবার একটা সম্পর্ক যখন তিক্ত বা বিভক্ত হয়ে যায় এর পেছনেও….