Author Picture

রোমান্টিক প্রেমের চিঠি

খন্দকার রেজাউল করিম

রবীন্দ্রনাথের ‘সমাপ্তি’ ছোটগল্পে মৃন্ময়ী তার স্বামীকে লিখেছিলো, ‘তুমি কেমন আছ, আর তুমি বাড়ি এসো। এইবার তুমি আমাকে চিঠি লিখো, আর কেমন আছ লিখো, আর বাড়ি এসো, মা ভালো আছেন, বিশু পুঁটি ভালো আছে, কাল আমাদের কালো গোরুর বাছুর হয়েছে।’
ছেলেবেলায় একটি বইয়ে, লেখকের নাম ভুলে গেছি, আরেকটি প্রেমের চিঠি পড়েছিলাম, যেখানে স্বামী তাঁর স্ত্রীকে লিখছেন, ‘আমার দিল হামেশা আপনাতে বাঁধা আছে। আমার দোস্ত দবির তাহার বিবির জন্যে একটি কালো বোরখা ফরমাইয়াছে, আমি আপনার জন্যে একটি ছিটের বোরখা ফরমাইলাম।’

চিঠিটির মালিকত্ব অনেকেই দাবি করতে পারেন, দুই হাজার বছর আগে গ্রিক কবি ফিলোস্ট্রাটাস সম্ভবত চিঠিটি লেখা শুরু করেন। তবে ওটা হাজার প্রেমিকের মনের কথা, ওটা হাজার বছর ধরে লেখা হয়েছে, গাওয়া হয়েছে

এই চিঠি দুটিতে লেখক বা লেখিকার মূল বক্তব্য প্রথম বাক্যেই বলা হয়ে গেছে, বাঁকি অংশ বাহুল্য মাত্র। কালো গরুর মাতৃত্ব বা স্ত্রীর বোরখা ক্রয় কোনো প্রেমের চিঠির জরুরী অংশ হতে পারে না।
রোমান্টিক প্রেমের চিঠিতে সবটাই বাহুল্য, যেমন কবিতা এবং গানে। এমন একটা চিঠি,
Drink to me only with thine eyes
And I will pledge with mine.
Or leave a kiss within the cup
And I’ll not ask for wine.

The thirst that from the soul doth rise
Doth ask a drink divine;
But might I of Jove’s nectar sup,
I would not change for thine.

I sent thee late a rosy wreath,
Not so much hon’ring thee
As giving it a hope that there
It could not withered be;

But thou thereon did’st only breathe,
And sent’st it back to me,
Since when it grows and smells, I swear
Not of itself, but thee – but thee.


চিঠি না পাগলের প্রলাপ? প্রেমিক মানেই কি পাগল? উপরের চিঠিটি কে লিখেছেন? চিঠিটির মালিকত্ব অনেকেই দাবি করতে পারেন, দুই হাজার বছর আগে গ্রিক কবি ফিলোস্ট্রাটাস সম্ভবত চিঠিটি লেখা শুরু করেন। তবে ওটা হাজার প্রেমিকের মনের কথা, ওটা হাজার বছর ধরে লেখা হয়েছে, গাওয়া হয়েছে।
আমার মদে প্রয়োজন নেই, যে পেয়ালায় তোমার ঠোঁটের স্পর্শ লেগে আছে, সেই খালি পেয়ালাই যথেষ্ট! ‘কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব। আঁধারে মিশে গেছে আর সব।’ এই গান বা চিঠি রবি ঠাকুরকে আচ্ছন্ন করেছিল নিশ্চয়, তাঁর কত গানেই না এই কথাগুলো ঘুরেফিরে আসে। তাঁর ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’ গানের সুরটি এই গান থেকে নেয়া। গানটি দেশে বিদেশে অনেকেই গেয়েছেন।

আরো পড়তে পারেন

একাত্তরের গণহত্যা প্রতিহত করা কি সম্ভব ছিল?

২৫ মার্চ কালরাতে বাঙালি জাতির স্বাধিকারের দাবিকে চিরতরে মুছে দিতে পাকিস্তানি নরঘাতকেরা যে নৃশংস হত্যাকান্ড চালিয়েছিল, তা বিশ্ব ইতিহাসে চিরকাল কলঙ্কময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ওই এক রাতেই শুধুমাত্র ঢাকা শহরেই ৭ হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়। গ্রেফতার করা হয় প্রায় তিন হাজার। এর আগে ওই দিন সন্ধ্যায়, বঙ্গবন্ধুর সঙ্গে সমঝোতা আলোচনা একতরফাভাবে….

ভাষা আন্দোলনে সাম্রাজ্যবাদবিরোধী চেতনা

আগের পর্বে পড়ুন— চূড়ান্ত পর্যায় (১৯৫৩-১৯৫৬ সাল) ভাষা আন্দোলন পাকিস্তানের সাম্রাজ্যবাদী আচরণের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ ও একটি সার্থক গণআন্দোলন। এই গণআন্দোলনের মূল চেতনা বাঙালী জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ হলো দেশপ্রেম থেকে জাত সেই অনুভূতি, যার একটি রাজনৈতিক প্রকাশ রয়েছে। আর, বাঙালি জাতিসত্তাবোধের প্রথম রাজনৈতিক প্রকাশ বায়ান্নর ভাষা আন্দোলন। ১৯৪৭ সালে দেশ বিভাগের ফলে দুই হাজার মাইল দূরত্বের….

চূড়ান্ত পর্যায় (১৯৫৩-১৯৫৬ সাল)

আগের পর্বে পড়ুন— বায়ান্নর ঘটনা প্রবাহ একুশের আবেগ সংহত থাকে ১৯৫৩ খ্রিস্টাব্দেও। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক আতাউর রহমান খান এক বিবৃতিতে ২১ শে ফেব্রুয়ারিকে শহিদ দিবস হিসেবে পালনের ঘোষণা দেন। আওয়ামি লীগের ভারপ্রাপ্ত সম্পাদক শেখ মুজিবুর রহমানও ২১ শে ফেব্রুয়ারিকে শহিদ দিবস হিসেবে পালনের আহ্বান জানান। ১৮ ফেব্রুয়ারি সংগ্রাম কমিটির সদস্য যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র….

error: Content is protected !!