Author Picture

ইলিশ মাছের ভর

খন্দকার রেজাউল করিম

বাংলাদেশের এক অজপাড়াগাঁয়ে আইনস্টাইন আমার বাসায় অতিথি হয়ে এসেছেন। কেমন করে এ অসম্ভব ঘটনা সম্ভব হয়েছে তা জিজ্ঞেস করবেন না। শুনেছিলাম ‘মিষ্টান্নে ইতরজনা’, আমি তার লাগসই উদাহরণ, খেতে খুব ভালোবাসি। আমার প্রিয় কবিতার লাইন, ‘যত খুশি তত চুষি, হাড়ে হাড়ে রস।’ কিন্তু আইনস্টাইনের রসনা আমার জিহ্বাকেও হার মানায়। কাল গাঁয়ের হাটে আইনস্টাইনকে জিলাপি কিনে খাইয়েছি। পেঁচানো মিষ্টান্নের মাঝে এমন তীব্র মিষ্টির স্বাদ আইনস্টাইন নাকি জীবনে কখনো পাননি। ভবিষ্যতে তাকে কাঁঠাল খাওয়াব ঠিক করে রেখেছি। আরও খাওয়াতে চাই ইলিশ মাছের ঝোল। শুনেছি বাংলাদেশে ফাঁসির আসামি মরার আগে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেতে চায়। স্বর্গে ইলিশ মাছের বর্ণনা নেই বলে আমার বাঙালি বন্ধুদের আফসোস করতে দেখেছি। স্বর্গে গিয়ে কি শুধুই আঙুর আর আপেল খেয়ে দিন কাটাতে হবে? আম, জাম, ইলিশ, রুই কোথায় গেল? ইলিশ মাছ আইনস্টাইনকে খাওয়াতেই হবে। আজ আইনস্টাইনকে নিয়ে চলেছি গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরের এক হাটে। সেখানে ভালো ইলিশ মাছ পাওয়া যায়।

আইনস্টাইন তবুও খুশি : সময় তো আপেক্ষিক, তা ছাড়া মহাবিশ্বের জন্মলগ্নে সময় বলে কিছুই ছিল না! ঠিক তাই। বাঙালিরা এখনো মহাবিশ্বের জন্মলগ্নেই বাস করছে!

বাস এসে গেল। বাসের ভেতরে এবং ছাদে উপচে পড়া মানুষের ভিড়। আমরা দু’জনে ঠেলেঠুলে বাসের ভেতর ঢুকে পড়লাম। বাসের পরিবহণ ক্ষমতা দেখে আইনস্টাইন একই সঙ্গে অবাক এবং খুশি হয়ে গেলেন। তিনি বাসের ছাদে মুক্ত বায়ুতে নিশ্বাস নিয়ে রূপসী বাংলার রূপ দেখতে দেখতে গন্তব্যে পৌঁছানোর কথা ভাবছিলেন, কিন্তু কখন হঠাৎ কোনো গাছের ডালে বাড়ি খেতে হবে ভেবে এমন ঝুঁকি আমি নিতে চাইনি। পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীর জীবন এভাবে বিপন্ন করা ঠিক হবে না। শুধু মানুষ নয়; বাসের ভেতরে ছাগল, মুরগি, তরমুজ, কাঁঠাল, সবই আছে। কেউ ক্রেতা, কেউ বা বিক্রেতা। কেউ যাচ্ছে হাটে ছাগল বিক্রি করতে, কেউ বা যাচ্ছে কিনতে। ক্রেতা, বিক্রেতা, মানুষ, ছাগল, মুরগি, তরমুজ, সবাই সমান। একেই বলে সমতা! আইনস্টাইন খুব খুশি হয়ে গান ধরলেন, ‘আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে।’

‘তুমি রবি ঠাকুরের গান শোনো নাকি?’ আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম।
‘না, তবে বাস্তবতার রূপ (on the nature of reality) নিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে কয়েকবার তর্ক যুদ্ধে নেমেছিলাম। ভদ্রলোক বিজ্ঞানের তেমন কিছুই জানেন না, কিন্তু তাকে তর্কে পরাস্থ করা প্রায় অসম্ভব।’
‘হ্যাঁ, আমাদের, বাঙালিদের, চাপার জোরের তুলনা নেই।’
‘তার মানে?’
‘সে তুমি বুঝবে না।’

বাসটি প্রতি এক কিলোমিটার যেতে দু’বার করে থামছে, যাত্রী উঠছে, সেই সঙ্গে আরও ছাগল, আরও মুরগি। ১০ কিলোমিটার যেতে প্রায় এক ঘণ্টা লেগে গেল। হাটের দিন বলে কথা। আইনস্টাইন তবুও খুশি : সময় তো আপেক্ষিক, তা ছাড়া মহাবিশ্বের জন্মলগ্নে সময় বলে কিছুই ছিল না! ঠিক তাই। বাঙালিরা এখনো মহাবিশ্বের জন্মলগ্নেই বাস করছে!

ঝামেলা বাধল ইলিশ মাছ কেনার সময়। দুটি এক কেজি সাইজের ইলিশ মাছ কিনে দোকানিকে মাপতে বললাম। দোকানদার মাছ দুটি দাঁড়িপাল্লার ওপরে পাশাপাশি না রেখে একটি মাছের ওপর আরেকটি মাছে রেখে ওজন নেওয়া শুরু করল। তাতে আইনস্টাইনের ভয়ানক আপত্তি!
‘এই দুটি মাপের মধ্যে কি কোনো তারতম্য হবে?’ আমি অবাক হয়ে আইনস্টাইনকে জিজ্ঞেস করলাম।
‘হ্যাঁ, হবে! একটি এক কেজি মাছ আরেকটি এক কেজি মাছের ওপর রাখলে ওদের মোট ভর দুই কেজির চেয়ে একটু বেশি হবে। পার্থক্যটা এতই অল্প যে দোকানদারের দাঁড়িপাল্লায় তা ধরা পড়বে না। তবে আমার আপেক্ষিকতা তত্ত্বকে ফাঁকি দেওয়া অতো সহজ নয়।’

‘এই দোকানদার কি তোমার আপেক্ষিকতা তত্ত্ব পড়েছে? তা ছাড়া, ভর আর ওজনের মধ্যে পার্থক্য কী?’

‘ভরকে মাধ্যকর্ষণজনিত ত্বরণ দিয়ে গুণ করলে ওজন পাওয়া যায়। ওজন এবং ভর যদিও আলাদা, এখানে এদের আলাদা না ভাবলে ক্ষতির কোনো ভয় নেই।’

‘তোমার আপেক্ষিকতা তত্ত্বে ভর মাপার নিয়মটা কী?’

‘আমার ভর মাপার পদ্ধতি তোমার কাছে অদ্ভুত মনে হতে পারে:

m=E/c^2 (mass = energy divided by c square);

এখানে m= ভর, E=energy, c= আলোর গতি। এভাবেই ১৯০৫ সালে জার্নালে আমার সমীকরণটি প্রথমে লিখেছিলাম, যদিও এখন সবাই ওকে E=mc^2 (energy=mass c square). ভাবেই চেনে।

একটি হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন এবং একটি প্রোটন দিয়ে তৈরি। একটি ইলেকট্রন এবং একটি প্রোটনের ভর যোগ করলে কি হাইড্রোজেন পরমাণুর ভর পাওয়া যাবে? না, হাইড্রোজেন পরমাণুর ভর একটু কম হবে। একটি প্রোটন দুটি আপ কোয়ার্ক এবং একটি ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি? কিন্তু এ তিনটি কোয়ার্কের ভর যোগ করলে কি প্রোটনের ভরের সমান হবে? না, প্রোটনের ভর প্রায় একশ গুণ বেশি।’

‘কিন্তু কেন?’

‘ইলিশ মাছের হিসাবটা করে বুঝিয়ে দেওয়া যাক। দার্শনিক এরিস্টটল বলেছিলেন, ‘sum of the parts is not equal to the whole.’ দর্শনের এই উক্তি যে বিজ্ঞানের ক্ষেত্রে কতটা নির্ভুল তা ইলিশ মাছের ওজনের হিসাব থেকেই বোঝা যাবে। ইলিশ মাছ এবং আর সব কিছুকেই পৃথিবী মাধ্যাকর্ষণের বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে টানছে। একটি ইলিশ মাছকে আরেকটি ইলিশ মাছের ওপরে উঠাতে এ বলের বিরুদ্ধে কাজ করতে হবে, কিছু এনার্জি খরচ করতে হবে। এ এনার্জি দ্বিতীয় ইলিশ মাছের ভেতরে সঞ্চিত হয়ে থাকবে। পদার্থবিদরা একে মাধ্যকর্ষণজনিত সুপ্ত এনার্জি (gravitational potential energy) বলে। দুটি ইলিশ মাছ পাশাপাশি থাকলে যে এনার্জি হবে, ওপরে নিচে থাকলে তার চেয়ে বেশি এনার্জি হবে, তাই দ্বিতীয় অবস্থানে ওদের মোট ভরও বেশি হবে। কারও ভর মাপতে হলে সবার আগে ওর এনার্জির কথা ভাবতে হবে। পরমাণুর বেলা ইলেকট্রনের দৌড়াদৌড়ির এনার্জি এবং ইলেকট্রন এবং প্রোটনের মাঝের বৈদ্যুতিক সুপ্ত এনার্জির কথা ভাবতে হবে। একটি প্রোটনের ভেতরে কোয়ার্কগুলো প্রচণ্ড বেগে ছোটাছুটি করছে। এ এনার্জি বাদ দিয়ে প্রোটনের ভর মাপতে গেলে হিসাবে মস্ত ভুল হবে।’

‘মাছের বাজারে তোমার আপেক্ষিকতা তত্ত্বের কথা গোপন রাখাই ভালো, নইলে পাগল বলে অপবাদ জুটবে।’

‘যে তোরে পাগল বলে, তারে তুই বলিস নে কিছু,’ রবীন্দ্রনাথ বলেছেন। আমার বিশ্বাস, ‘Brilliant spirits have always encountered violent opposition from mediocre minds.’

রাতে ইলিশ মাছের ঝোল দিয়ে আইনস্টাইন ভাত খেয়েছিলেন। আমেরিকার শ্যাড মাছ অনেকটা ইলিশ মাছের মতো। কিন্তু আমেরিকায় যেমনটি হয়, সব কিছুর আকার-ওজন যেমন বেশি, স্বাদ-গন্ধ তেমনি কম। সেই রাতে ইলিশ মাছ এবং শ্যাড মাছের আপেক্ষিকতা নিয়ে তুমুল আড্ডা জমেছিল।

আরো পড়তে পারেন

প্রতিটি শূন্যতা যেন নতুন শোকের জন্ম দেয়

শূন্যতার আকাশে স্মৃতির মেঘ জমে। জীবন সরে সরে আসে মৃত্যুর দিকে। ফুরিয়ে আসা সময়ের দাপট এড়াতে পারে না কেউ। একজীবনে বহু জীবনাবসানের দেখা পাওয়া যায়, হয়তো দুর্ভাগ্যক্রমেই। ব্যক্তির মৃত্যুর পরিসমাপ্তি একবারই হয়, তবে সেই ব্যক্তি যদি বহুপ্রাণের সাথে জুড়ে থাকেন, তাঁর অনুপস্থিতি বারংবার অনুভূত হয়। প্রতিটি শূন্যতা যেন এক নতুন শোকের জন্ম দেয়। ২০২৪ সালে….

কোলরিজ: দার্শনিক, রোমান্টিক এস্থেটিক কবি

স্যামুয়েল টেলর কোলরিজ, ১৭৭২ সালের ২১ অক্টোবর ইংল্যান্ডের ডেভনশায়ারের অটারি সেন্ট মেরি শহরে জন্মগ্রহণ করেন। অটারি সেন্ট মেরি হলো ইংল্যান্ডের ডেভন কাউন্টির একটি ঐতিহাসিক গ্রাম, যেখানে স্যামুয়েল টেলর কোলরিজের দুর্দান্ত শৈশব কেটেছিল। কোলরিজের নান্দনিক চেতনায়, মননে, শিল্পবোধে এ গ্রামের ‘সেন্ট মেরি’স চার্চ’, যা একটি অ্যাংলিকান গির্জা, ডেভনের ছোট ছোট পাহাড়, ‘ডার্টমুর’, ‘এক্সমুর’ ছিল আন্দোলিত। এখানে….

অর্বিটাল’র স্রষ্টা সামান্থা হার্ভে জিতলেন বুকার প্রাইজ

আঘাতপ্রাপ্ত পৃথিবীর গল্পে আমি থাকেত চাই শুধু মানবতা আর প্রকৃতির কাছে ঋণী। ব্রিটিশ লেখিকা সামান্থা হার্ভে এমন কথা বলেছেন কি না জানা হয়নি। তবে বুকার পুরস্কারের বিচারক প্যানেল হার্ভের মানবতা আর প্রকৃতির কাছে ঋণী থাকার মনোভাবের পরিচয় পেয়েছেন তাঁর অসাধারণ উপন্যাস অর্বিটাল’র মধ্যে। যার জন্য ২০২৪ সালে বুকার পুরস্কার বিজয়ী হিসেবে সামান্থা হার্ভেকেই বেছে নিয়েছেন….

error: Content is protected !!