এমনটি হতে পারে এবং হয়েছে সে বিষয়ে বিদগ্ধ লেখক প্রশ্ন তুলেছেন এবং সংশ্লিষ্টদের কাজের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।
দেখুন, মুক্তিযুদ্ধ আমাদের চেতনার বাতিঘর। আমাদের অস্তিত্ব। সেই মুক্তিযুদ্ধ নিয়ে সেভাবে কথা বলা যায় না; মুক্তিযুদ্ধের সময়কার কিংবা পরবর্তীকালে যেসব ষড়যন্ত্র হয়েছে কিংবা এখনও হচ্ছে তা নিয়ে কথা বলার মানুষের সত্যিকার অভাব রয়েছে। সেখানে মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান এবং মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণারত বিদগ্ধ লেখক সেই দুঃসাহসিক কাজটি করেছেন ‘মুক্তিযুদ্ধ ব্যক্তিস্বার্থের হাতিয়ার ছিল না’ বইটিতে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ পৃথিবীর ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা এবং মুক্তিযুদ্ধের দীর্ঘ ৫০ বছর পেরিয়ে যাওয়ার পরও আশ্চর্য হয়ে লেখক লক্ষ্য করেছেন-এবং বইটির প্রবন্ধের মধ্যে সাহসিকতার সাথে তুলে ধরেছেন রাজাকারের তালিকায় অসঙ্গতির কথা প্রকৃত মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সম্মান এবং সনদ না পাওয়া অন্যদিকে মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা হওয়ার কথা। খুব দুঃখজনক বিষয় ছিল দেশি বিদেশি মুক্তিযোদ্ধা অতিথিদের সম্মানার্থে নকল স্বর্ণের উপহার তৈরির বিষয়টি। বড় করুণ ও কষ্টের কথা মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি। এসব জলজান্ত বিষয়গুলো গবেষক একে এম সামসুদ্দিন নিপুণভাবে তুলে ধরেছেন বইয়ের প্রবন্ধগুলোতে।
লেখক আমাদের অস্তিত্বের সাথে জড়িত মুক্তিযুদ্ধ নিয়ে যেসব ষড়যন্ত্র ও ভুল ভালের বিষয়গুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারেও নির্দেশনা দিয়েছেন।
মুক্তিযুদ্ধ নিয়ে যারা ভাবেন তাঁদের পাঠের জন্য একটি আদর্শ বই হতে পারে ‘মুক্তিযুদ্ধ ব্যক্তিস্বার্থের হাতিয়ার ছিল না বইটি’। সৃজন প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান। প্রকাশকাল মাঘ ১৪২৯, ফেব্রুয়ারি২০২৩। অনলাইন পরিবেশকঃ রকমারি ডট কম।