Author Picture

তরুন ইউসুফের একগুচ্ছ কবিতা

তরুন ইউসুফ

বহ্ন্যুৎসব

কত কিছু পুড়ল!

গাড়ি পুড়ল বাড়ি পুড়ল
দম্ভের দালান পুড়ে ক্ষার
জলপাই সবুজ ট্যাংক নামল
পুড়ল বই গল্প রূপকথার

বেলুন হাতে পুড়তে পুড়তে
ফানুস হয়ে উড়ে গেল বালক
মায়ের আঁচল পুড়ল
পুড়ল বুকের কাছের লোক

যুবকের বুক পোড়াতে পোড়াতে
পুড়ে গেল বন্দুক, থানার সেপাই
কারো কারো স্বপ্ন পুড়ল
আমিও পোড়ার গন্ধ পাই-

আমার পুড়ল মানুষ পরিচয়!

 

প্রতিশোধ

তোমাকে ঘৃণা করি
তবু এড়িয়ে যাই না
তোমার মুখোমুখি দাড়াই
আসলে আমি ঘৃণা বাড়াই,
ঘৃণা জিয়য়ে রাখতে রাখতে
একদিন সুযোগ পেলে
সুযোগ নেব-

তোমার গায়ে ঘৃণার বমি
উগরে দেব হারামজাদা!

 

রাজপথ

রাজপথ
তুমি জ্বললেই
উড়ে যায়
রাজার সেপাই

পুড়ে যায় রাজা!
অন্যায়ে ভরে যাওয়া
প্রাসাদ ছাই!

রাজপথ জ্বলছে
ঐ তো প্রাসাদ
পুড়ছে, গলছে।

 

নিরাশ্রয়

চেরির স্বাদ
এখনো অটুট
পাখিরা জানে-
শিশুরা অবাক হয়ে
তুলে নেয়
মাটির পুতুল

প্রেম আমাদের কাছে
শরীরের ভুল
কলঙ্কে কাতর
রূপালী চাঁদ

জিহ্বায় পাপ
সবকিছু বিস্বাদ

আমাদের হাতে
লেগে থাকা বোধ
অপরাধ ভীষণ প্রেমেও
ঢেকে ফেলি মুখ
অন্ধকার আমাকে
আশ্রয় দিয়েও
ছুড়ে দেয়
আলোর দোযখে

 

বিভ্রম

জয়পুরহাটের কথা উঠলেই
চলে আসে আক্কেলপুর
তার নিভৃতে বালিকা উচ্চবিদ্যালয়,

আমি কখনো সেখানে যাইনি
আক্কেলপুরও আমার কাছে আসেনি
তুমিও পড়োনি সেখানে

তবুও জয়পুরহাটের কথা আসলেই
চলে আসে আক্কেলপুর
তার নিভৃতে বালিকা উচ্চবিদ্যালয়

সেখানে এক পুকুর ঘাটে
এক কিশোরী
পা ডুবিয়ে কাঁদছে

 

পুরুষ ও মেয়ে

পুরুষগুলো হাপিত্যেশ করতে থাকে
একেকটা  মেয়ের জন্য
একেকটা মেয়ে হাপিত্যেশ করে
মুক্তি চায়
পুরুষগুলো কারাগারের দেয়ালে
লিখে রাখে মুক্তির গান
মেয়েগুলো গানের টানে
কারাগারে যায়

পুরুষগুলো মেয়ে চায়
মেয়েগুলো মুক্তি

আহা, কেউ কাউকে পায় না!

আরো পড়তে পারেন

আজাদুর রহমান-এর একগুচ্ছ কবিতা

বাবা আপনার ব্যর্থ শরীর জানত নিরাময় উড়ে গেছে আসমানে, আপনার মৃত্যু হবে। শেষবেলায় আপনি বড় নিঃস্ব, ঈশ্বরের মত নিদারুন, একমাত্র একা। সেকারনেই আপনি লুকিয়ে লুকিয়ে ভেন্টোলিন সিরাপ খেতেন, অ্যাসমা’র বড়ি গিলে সারা রাত কাঁশতেন। আপনার কফ গলানো কাঁশির শব্দে কোন কোন রাতে আমাদের কাঁচা ঘুম ছিঁড়ে যেত, আমরা বিরক্ত হতাম। তারপর, আপনার জবুথবু মুখের দিকে….

মাহমুদ দারবিশের ডায়েরি ‘নদী মরে যায় পিপাসায়’— (পর্ব: ২)

মেয়েটি আর তার চিৎকার সমুদ্রতীরের মেয়েটি, যার একটি পরিবার আছে আর সেই পরিবারটির একটি বাড়িও আছে। বাড়িটির মধ্যে দুটি জানালা আর একটি দরজা আছে। সমুদ্রে একটি যুদ্ধজাহাজ মজার ছলে তীরে হাটাহাটি করতে থাকা লোকদের ধরে নিয়ে যাচ্ছে: চার, পাঁচ, সাত জন বালির উপর পড়ে যায়। একটি অস্পষ্ট ঐশ্বরিক হাতের সাহায্যে মেয়েটি কিছুক্ষণের জন্য কোন প্রকারে….

আজাদুর রহমান-এর একগুচ্ছ কবিতা

সবুজ স্তন প্রচুর নেশা হলে দেখবেন— গাছগুলো বৃষ্টি, পাতার বদলে বব চুল, কী ফর্সা!তার বাহু, উরু ব্যাঞ্জনা, জলভারে নুয়ে আছে সবুজ স্তন। নেশা এমনই এক সদগুন যে, মাঝরাতে উড়ে উঠবে রাস্তাগুলো আকাশে মুখ দিয়ে আপনি বলছেন— আমাদের একটা পৃথিবী ছিল, ঠিক চাঁদের মত গোল। চুর পরিমান নেশা হলে, আপনার পা থেকে অহংকারী পাথর খসে যাবে;….

error: Content is protected !!