Author Picture

মুক্তিযুদ্ধ আমাদের চেতনার বাতিঘর

গাজী আবদুর রশীদ

এমনটি হতে পারে এবং হয়েছে সে বিষয়ে বিদগ্ধ লেখক প্রশ্ন তুলেছেন এবং সংশ্লিষ্টদের কাজের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।

দেখুন, মুক্তিযুদ্ধ আমাদের চেতনার বাতিঘর। আমাদের অস্তিত্ব। সেই মুক্তিযুদ্ধ নিয়ে সেভাবে কথা বলা যায় না; মুক্তিযুদ্ধের সময়কার কিংবা পরবর্তীকালে যেসব ষড়যন্ত্র হয়েছে কিংবা এখনও হচ্ছে তা নিয়ে কথা বলার মানুষের সত্যিকার অভাব রয়েছে। সেখানে মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান এবং মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণারত বিদগ্ধ লেখক সেই দুঃসাহসিক কাজটি করেছেন ‘মুক্তিযুদ্ধ ব্যক্তিস্বার্থের হাতিয়ার ছিল না’ বইটিতে।

মুক্তিযুদ্ধ ব্যক্তিস্বার্থের হাতিয়ার ছিলোনা । একেএম শামসুদ্দিন
প্রবন্ধ । প্রকাশক: সৃজন । প্রচ্ছদ: দেওয়ান আতিকুর রহমান । প্রথম প্রকাশ: বইমেলা-২০২৩ । মুদ্রিত মূল্য: ৪০০টাকা
ঘরে বসে বইটি সংগ্রহ করতে মেসেজ করুন ‘সৃজন’-এর ফেসবুক পেইজে— fb.com/srijon2017
রকমারি ডটকম থেকে অর্ডার করতে— www.rokomari.com/book/289430
কল করুন +৮৮ ০১৯১৪ ৬৯৬৬৫৮

বাংলাদেশের মুক্তিযুদ্ধ পৃথিবীর ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা এবং মুক্তিযুদ্ধের দীর্ঘ ৫০ বছর পেরিয়ে যাওয়ার পরও আশ্চর্য হয়ে লেখক লক্ষ্য করেছেন-এবং বইটির প্রবন্ধের মধ্যে সাহসিকতার সাথে তুলে ধরেছেন রাজাকারের তালিকায় অসঙ্গতির কথা প্রকৃত মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সম্মান এবং সনদ না পাওয়া অন্যদিকে মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা হওয়ার কথা।  খুব দুঃখজনক বিষয় ছিল দেশি বিদেশি মুক্তিযোদ্ধা অতিথিদের সম্মানার্থে নকল স্বর্ণের উপহার তৈরির বিষয়টি। বড় করুণ ও কষ্টের কথা মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি। এসব জলজান্ত বিষয়গুলো গবেষক একে এম সামসুদ্দিন নিপুণভাবে তুলে ধরেছেন বইয়ের প্রবন্ধগুলোতে।

লেখক আমাদের অস্তিত্বের সাথে জড়িত মুক্তিযুদ্ধ নিয়ে যেসব ষড়যন্ত্র ও ভুল ভালের বিষয়গুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারেও নির্দেশনা দিয়েছেন।

মুক্তিযুদ্ধ নিয়ে যারা ভাবেন তাঁদের পাঠের জন্য একটি আদর্শ বই হতে পারে ‘মুক্তিযুদ্ধ ব্যক্তিস্বার্থের হাতিয়ার ছিল না বইটি’। সৃজন প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান। প্রকাশকাল মাঘ ১৪২৯, ফেব্রুয়ারি২০২৩। অনলাইন পরিবেশকঃ রকমারি ডট কম।

আরো পড়তে পারেন

একটি বইয়ের গল্প

আধুনিকতার ইতিহাস গ্রন্থটির জনক মুহাম্মদ নওফেল জমির আমার বন্ধু। লেখালেখির পাশাপাশি তিনি একজন যশস্বী আইনজীবী। লন্ডনে আমরা একসঙ্গে লেখাপড়া করেছি। তিনি বর্তমানে লন্ডনেই আইন পেশায় জীবিকানির্বাহ করছেন। আমি যেহেতু বাংলাদেশে থাকি সেহেতু কদাচিৎ ওর সঙ্গে, সাংসারিক, গৃহস্থালিক ও যাপিত জীবনের অনেক কিছু নিয়েই আলাপচারিতা চলে, বাদ যায় না রাজনৈতিক বিষয়ও। তো হয়েছে কী, পশ্চিমানীতি নিয়ে কথা উঠলেই প্রসঙ্গ সূত্রে….

রহস্যময় এলেনা ফেরান্তে

সফল হওয়া একটা প্রক্রিয়া। আর বিখ্যাত হওয়া একটা ইভেন্ট। প্রক্রিয়া চলতে থাকে। ইভেন্ট শেষ হয়। কখনও দ্রুত। কখনও ধীরে। কিন্তু শেষ হওয়া নিশ্চিত। খ্যাতির আলোর জীবনকাল চিরস্থায়ী নয়। সময়ের নিয়মে সেই আলো নিভে যায়। কারণ আলোটা আমাদের নয়। এর উৎস অন্য। আমাদের কাজ হল সঠিক জায়গায় দাঁড়ানো প্রিজমের মতো। যাতে আলোটা আমাদের ওপর পরে বিচ্ছুরিত….

মার্কেসের মরণোত্তর প্রকাশিত উপন্যাস ‘আনটিল আগষ্ট’

সাহিত্যে নোবেল জয়ী গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস ‘নিঃসঙ্গতার একশ বছর’ বইয়ের লেখক হিসেবে বিশেষভাবে পরিচিত। কলম্বিয়ার সন্তান গার্সিয়া মার্কেস জীবনের বেশিরভাগ সময় বসবাস করেছেন মেক্সিকো এবং ইউরোপের বিভিন্ন শহরে। ১৯৯৯ সালে মার্কেসের লিম্ফাটিক ক্যান্সার ধরা পড়ে এবং ২০১২ সালের দিকে স্মৃতি বিলোপ হতে শুরু করে। তার দুই বছর বাদেই ২০১৪ সালের ১৭ এপ্রিল মৃত্যুবরণ করেন এই….

error: Content is protected !!