Author Picture

বইমেলা ২০২২-এ প্রকাশিত হচ্ছে খন্দকার রেজাউল করিমের বই ‘কাল্পনিক বিতর্ক’

সৃজন ডেস্ক

বইমেলা ২০২২-এ সৃজন থেকে প্রকাশিত পদার্থবিদ, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ইমেরিটাস প্রফেসর খন্দকার রেজাউল করিমের বই  ‘কাল্পনিক বিতর্ক’।

এই বইটিতে কয়েকজন বিজ্ঞানী-দার্শনিক-কবি এক কাল্পনিক বিতর্কে জড়িয়ে পড়েছেন। পাঠকরা এই বিতর্ক থেকে জেনে নিতে পারেন সক্রেটিস থেকে আজ পর্যন্ত বিজ্ঞানের ইতিহাসে কী কী ঘটেছে। সেই সাথে কিছু দর্শন এবং সাহিত্য।

লেখক একজন পদার্থবিদ, শিক্ষক, এবং গবেষক। নাসা, মার্কিন বিজ্ঞান সংস্থা, ইত্যাদি অনেক প্রতিষ্ঠানের গবেষণা প্রজেক্টে অংশগ্রহণ করেছেন। কিশোর-কিশোরী বা আর কারো মনে যদি জ্ঞানের প্রদীপ জ্বালাতে চান, তবে এই বইটি উপহার দিতে পারেন।

প্রি-আর্ডারের জন্য যোগাযোগ করতে পারেন-
srijoneditor@gmail.com
www.facebook.com/srijonbd । অথবা 01914696658 নম্বরে।

আরো পড়তে পারেন

প্রতিভাবান এক কবিকে বাঁচাতে এগিয়ে আসুন

‘‘ভাষাহীনতার দিকে এগিয়ে যাচ্ছি ক্রমশ। জীবনের মাত্রাগুলো অনায়াসে মিলেমিশে মোহনা তৈরি করছে।  আমি সেই মোহনায় কোনো দিক খুঁজে পাই না।  কিছু প্রশ্নের অমীমাংসা নিয়ে ভোর হয়ে যায়। তারপরও অন্ধকার কাটে না। এ–সমস্ত ভাবনা শুধু নেতিবাচকতার চিহ্ন নয়, বরং  এক গভীর তরঙ্গে আমার অস্তিত্বের আত্মপ্রকাশের একেকটি চিত্রকল্প  যারা আমাকে কেবল আরো ভাষাহীনতার দিকেই নিয়ে যাচ্ছে ক্রমশ’! কবিতাটি প্রতিভাসম্পন্ন তরুণ কবি শ্বেতা শতাব্দী এষ–এর। জন্মের ছয় মাস বয়স থেকেই যিনি দুরারোগ্য ব্যাধি থ্যালাসমেয়িয়ায় আক্রান্ত। এ রোগ তার জীবনকে অবর্ণনীয় যন্ত্রণা ও অনিশ্চয়তার উপান্তে দাঁড় করিয়েছে। তবে জীবনের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাভাবিকতায় ফিরে আসতে প্রয়োজন দীর্ঘমেয়াদী উন্নত চিকিৎসার। শৈশব থেকেই অত্যন্ত মেধাবী শ্বেতা। অসুস্থতা নিয়েও….

বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত প্রদর্শনী ‘ছাপাইচিত্রের দূর অদূর’ শীর্ষক শিল্প আলাপ

পঞ্চাশের দশক থেকে সমকালীন শিল্পীদের নির্বাচিত শিল্পকর্ম নিয়ে বেঙ্গল শিল্পালয়ে চলছে ‘ছাপাইচিত্রের পরম্পরা’ প্রদর্শনী। চলমান এই প্রদর্শনীকে কেন্দ্র করে গত ৮ জুন শনিবার ২০২৪, বেঙ্গল শিল্পালয়ে ‘ছাপাইচিত্রের দূর অদূর’— শীর্ষক শিল্প আলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন প্রফেসর এমিরেটাস শিল্পী রফিকুন নবী ও শুন্য আর্ট স্পেস এর পরিচালক জাফর ইকবাল জুয়েল। এই শিল্প….

‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন করলো এনার্জিপ্যাক

কর্মীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যে অগ্রাধিকার আন্তর্জাতিক শ্রমিক দিবসের এবারের স্লোগান ‘পরিবর্তনশীল জলবায়ুতে নিরাপদ ও স্বাস্থ্যকর কাজের নিশ্চয়তা’র সাথে সঙ্গতি রেখে সম্প্রতি ‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন করে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। এ উপলক্ষে গাজীপুরে এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, খুলনার জি-গ্যাস এলপিজি মাদার প্ল্যান্ট ও রূপগঞ্জের জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট-১০১, অর্থাৎ এনার্জিপ্যাকের সকল কারখানায় বিশেষ….

error: Content is protected !!