Author Picture

বইমেলা ২০২২-এ প্রকাশিত হচ্ছে খন্দকার রেজাউল করিমের বই ‘কাল্পনিক বিতর্ক’

সৃজন ডেস্ক

বইমেলা ২০২২-এ সৃজন থেকে প্রকাশিত পদার্থবিদ, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ইমেরিটাস প্রফেসর খন্দকার রেজাউল করিমের বই  ‘কাল্পনিক বিতর্ক’।

এই বইটিতে কয়েকজন বিজ্ঞানী-দার্শনিক-কবি এক কাল্পনিক বিতর্কে জড়িয়ে পড়েছেন। পাঠকরা এই বিতর্ক থেকে জেনে নিতে পারেন সক্রেটিস থেকে আজ পর্যন্ত বিজ্ঞানের ইতিহাসে কী কী ঘটেছে। সেই সাথে কিছু দর্শন এবং সাহিত্য।

লেখক একজন পদার্থবিদ, শিক্ষক, এবং গবেষক। নাসা, মার্কিন বিজ্ঞান সংস্থা, ইত্যাদি অনেক প্রতিষ্ঠানের গবেষণা প্রজেক্টে অংশগ্রহণ করেছেন। কিশোর-কিশোরী বা আর কারো মনে যদি জ্ঞানের প্রদীপ জ্বালাতে চান, তবে এই বইটি উপহার দিতে পারেন।

প্রি-আর্ডারের জন্য যোগাযোগ করতে পারেন-
srijoneditor@gmail.com
www.facebook.com/srijonbd । অথবা 01914696658 নম্বরে।

আরো পড়তে পারেন

‘বাঙালি’ সাহিত্য পুরস্কার পেলেন শরাফত হোসেন

‘বাঙালি’ সাহিত্য পুরস্কার পেলেন কবি শরাফত হোসেন। শুক্রবার (২৫ নভেম্বর) জাতীয় জাদুঘরে আয়োজিত ‘বাঙালি’ সাহিত্য উৎসবে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পী হাশেম খান পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান উদ্বোধন করেন কথাশিল্পী হরিশংকর জলদাস। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. রতন সিদ্দিকী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সরকার আবদুল মান্নান, কথাসাহিত্যিক রফিকুর রশীদ, কথাসাহিত্যিক….

দার্জিলিংয়ে চার দেশের কবিতা উৎসব বাংলাদেশের রহমান শেলী সম্মানিত

দার্জিলিং শিবম হলে তিন দিনব্যাপী কবিতা উৎসবের পর্দা নামলো। ‘কবিতা হোক শান্তি ও সম্প্রীতির হাতিয়ার’ এই স্লোগান সামনে রেখে শেষ হলো কবিতা উৎসব। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের ৫০ জন কবি অংশ নেন। বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি কেন্দ্র এবং জাতীয় কবিতা পরিষদ কলকাতার উদ্যোগে উৎসবের আয়োজন হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিখ্যাত কবি ও কথাসাহিত্যিক….

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের মাসিক সাহিত্য অনুষ্ঠানে ‘রুদেবিশ শেকাবের ব্যতিক্রমী জীবন’ বইয়ের পাঠচক্র

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের মাসিক সাহিত্যানুষ্ঠানে পাঠাগারভিত্তিক লেখক সৃষ্টির প্রকল্প ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের মাসিক সাহিত্যানুষ্ঠান সম্প্রতি লক্ষ্মীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদের সভাপতি ডা. মো সালাহউদ্দিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম বিশিষ্ট ছড়াকার জাকির হোসেন কামাল। স্বাগত বক্তব্য দেন সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক গাজী….

error: Content is protected !!