Author Picture

চৌধুরী রওশন ইসলামের একগুচ্ছ কবিতা

চৌধুরী রওশন ইসলাম

আমি তো আছি
.
এমন কঠোর রোদ দেখে তোর ভয় কি বালা ?
আমি তো আছি ছায়া বিলিয়ে
স্নিগ্ধ সবুজ বৃক্ষ হয়ে।

ঝমঝমিয়ে বৃষ্টি এলে পালাস কেন ?
আমি তো আছি ছাতার মতন
বুকে করে আগলে রাখার।

কষ্ট পেলে লুকাস কেন ?
আমি তো আছি সুখের মতন;
হাত বাড়ালেই ছুঁতে পারিস।

গোপন ব্যথায় কাঁদিস কেন ?
আমি তো আছি সখার মতন;
ইচ্ছে হলেই ভুলতে পারিস।


শিকড়ের ব্যথা
.
এ-গাঁয়ের সখা দূর-গাঁয়ে গেছে চলে;
মনে তার এ-গাঁয়ের স্মৃতিটুকু দোলে।

নব-গাঁয়ে গিয়ে হারিয়েছে নিজ নাম,
হারিয়েছে ছোট জীবনের বড় দাম,
হারিয়েছে চেনা নর-নারী, পথ-ঘাট,
চেনা খাল, চেনা নদী-পাশে চেনা মাঠ,
হারিয়েছে কিশোরী ইলার চেনা-মুখ,
হারিয়েছে চোরা-চাহনির তীব্র সুখ।

একই চাঁদ ওঠে একই সে-আকাশে;
তবু ফেলে-আসা গাঁও মনে তার ভাসে।
বান-ডাকা সে-বৃষ্টির অঝোর ধারায়
স্মৃতির গেঁয়ো-মাঠে আজও সে হারায়।
আযান আর কাঁসর-ঘণ্টা-বাজা সাঁঝে
রোজ তার বুকে শিকড়ের ব্যথা বাজে।


মহাজন
.
রাত জেগে কার সাথে এত কথা বলো;
এক চাবি দিয়ে তুমি কত তালা খোলো ?

তারগুলো সব ছিঁড়ে গেছে, সুর ওঠে না আর;
আঙুলগুলো বৃথাই কাঁদে, কান্নাটুকুই সার।

তোরে ভুলেই গেছি, কিচ্ছু নেই আর মনে;
ভাল্লাগে না অশ্রুর অপচয় সঙ্গোপনে।

মহাজন, অনেক ভারী ব্যথার পাথর
লুকিয়ে আছে অন্ধকারে বুকের ভিতর।
কেউ দেখে না, না গো, পাথরখানির রঙ;
ভেবেছিলে ওটা বুঝি চিরকালের ঢঙ।


প্রেম মানে
.
— প্রেম মানে যুদ্ধে নামা;
এক মানুষের লক্ষ হাতের হাটুরে কিল হজম করা।
— প্রেম মানে শান্তি-চুক্তি;
দুই মানুষের একটি স্বপ্নে বিভোর হওয়া।

— প্রেম মানেই চোরাবালির চোরা-খেলা খেলতে খেলতে
নিজের ভারেই ধীরে ধীরে ডুবতে থাকা।
— প্রেম মানে ডুবন্ত এক অসহায়ের সহায় পাওয়া;
ডুবতে ডুবতে ভেসে ওঠার মন্ত্র শেখা।

— প্রেম মানেই হিরোশিমা-নাগাসাকি;
সাজানো শহর এক নিমেষে ধ্বংস হওয়া।
— প্রেম মানে মরু্দ্যান।
বুক-ফাটা জলতেষ্টায় নয়ন-মোহন ঝর্ণা-ধারা।
— প্রেম মানে আমার প্রতি একটি মানুষ কপট হওয়া।
— প্রেম মানে তোমার প্রতি একটি মানুষ সুহৃদ হওয়া।

— প্রেম মানে নিজের গায়ে নিজের হাতে আগুন জ্বালা;
হৃদয়-পোড়া গন্ধ শুঁকে বাকিটা জীবন কাটিয়ে দেওয়া।
— প্রেম মানে অগ্নিকুণ্ডে পুড়তে পুড়তে ফিনিক্স হয়ে উড়তে শেখা;
শুষ্ক এবং পোড়া-হৃদয় অমৃত ঢেলে অমর করা।


বৃষ্টি
.
বৃষ্টি রে, আল্লার দোহাই লাগে— আর ঝরিস না;
বুকটা কেমন ঝাঝরা হয়ে যায়।
স্মৃতির কৈ মাছগুলো কানে হেঁটে হেঁটে ডাঙায় উঠে আসে।
বৃষ্টি রে, আল্লার দোহাই লাগে— আর ঝরিস না।


জয়-পরাজয়
.
তুমি জিতে গেলে আমি ঠকে যাই— আমার পরাজয় এত তুচ্ছ নয়।
চিরকাল তোমাকে জিতিয়ে ঠকানোতেই আমার জয়।
তুমি জিতবে— আর তাতেই পরাজয়ের গ্লানি-সুধা আকণ্ঠ পান করে
বুঝে নেবে, রাতের আকাশে একটি তারা অকালে গেছে ঝরে।

কত কিছু বোঝ, মোহিনী— শুধু বোঝ না,
অহঙ্কারের আকাশে সুখ পাখি ওড়ে না।

আরো পড়তে পারেন

তরুন ইউসুফের একগুচ্ছ কবিতা

বহ্ন্যুৎসব কত কিছু পুড়ল! গাড়ি পুড়ল বাড়ি পুড়ল দম্ভের দালান পুড়ে ক্ষার জলপাই সবুজ ট্যাংক নামল পুড়ল বই গল্প রূপকথার বেলুন হাতে পুড়তে পুড়তে ফানুস হয়ে উড়ে গেল বালক মায়ের আঁচল পুড়ল পুড়ল বুকের কাছের লোক যুবকের বুক পোড়াতে পোড়াতে পুড়ে গেল বন্দুক, থানার সেপাই কারো কারো স্বপ্ন পুড়ল আমিও পোড়ার গন্ধ পাই- আমার পুড়ল….

আজাদুর রহমান-এর একগুচ্ছ কবিতা

বাবা আপনার ব্যর্থ শরীর জানত নিরাময় উড়ে গেছে আসমানে, আপনার মৃত্যু হবে। শেষবেলায় আপনি বড় নিঃস্ব, ঈশ্বরের মত নিদারুন, একমাত্র একা। সেকারনেই আপনি লুকিয়ে লুকিয়ে ভেন্টোলিন সিরাপ খেতেন, অ্যাসমা’র বড়ি গিলে সারা রাত কাঁশতেন। আপনার কফ গলানো কাঁশির শব্দে কোন কোন রাতে আমাদের কাঁচা ঘুম ছিঁড়ে যেত, আমরা বিরক্ত হতাম। তারপর, আপনার জবুথবু মুখের দিকে….

মাহমুদ দারবিশের ডায়েরি ‘নদী মরে যায় পিপাসায়’— (পর্ব: ২)

মেয়েটি আর তার চিৎকার সমুদ্রতীরের মেয়েটি, যার একটি পরিবার আছে আর সেই পরিবারটির একটি বাড়িও আছে। বাড়িটির মধ্যে দুটি জানালা আর একটি দরজা আছে। সমুদ্রে একটি যুদ্ধজাহাজ মজার ছলে তীরে হাটাহাটি করতে থাকা লোকদের ধরে নিয়ে যাচ্ছে: চার, পাঁচ, সাত জন বালির উপর পড়ে যায়। একটি অস্পষ্ট ঐশ্বরিক হাতের সাহায্যে মেয়েটি কিছুক্ষণের জন্য কোন প্রকারে….

error: Content is protected !!