Author Picture

মাহবুব কামালের প্রেমের প্রবচন

মাহবুব কামাল

প্রথম প্রেমের কতিপয় প্রবচন

১. প্রথম প্রেম দার্শনিকতাহীন একটি একমাত্রিক প্রেম।
২. এক হিসেবে সব প্রেমই প্রথম প্রেম, কারণ প্রতি প্রেমেরই রহিয়াছে নিজস্ব, স্বতন্ত্র ব্যঞ্জনা।
৩. ভালোলাগাকে যদি প্রেমানুভূতি ধরা যায়, তাহা হইলে মানুষের প্রথম প্রেম আসলে কোনটি তাহা নির্ণয় করিতে হইলে প্রখর স্মৃতিশক্তির দরকার হইবে।
৪. মানুষ এক আশ্চর্য প্রাণী। শরীরে নানা ধরনের যৌন-ক্ষত লইয়াও সে তাহার প্রথম প্রেমকেই মহৎ ঘোষণা করে।
৫. রক্ষণশীল পরিবারে প্রথম প্রেম আসে চাচা-মামার ঘর হইতে আর উদারনৈতিক পরিবারে আসে খেলার কোর্ট হইতে।
৬. প্রথমার দেয়া কষ্টের চাইতে দ্বিতীয়ার দেয়া কষ্ট বেশি তীব্র।
৭. প্রথম প্রেম অতীতকাল, এখনকার প্রেম বর্তমানকাল। বর্তমানটাই বেশি সত্য, কারণ তাহাকে ছুঁইতে পারা যায়।
৮. প্রথম প্রেম কথাটার মধ্যেই একাধিক প্রেমের অস্তিত্ব বর্তমান, একমাত্র প্রেম কথাটায় তেমন নহে। তবুও প্রথম প্রেম কথাটাই বেশি রোমাঞ্চকর, বেশি প্লেটোনিক।
৯. পৃথিবীর প্রথম ভালোলাগার মুকুলগুলোর শতকরা ৯৯ ভাগ ফল পর্যন্ত পৌঁছাইতে পারে নাই।
১০. নষ্ট হইয়া যাওয়া প্রথম প্রেমের উপাখ্যানটি জীবন নাটকে খুব স্বল্পস্থায়ী এক অঙ্ক, কিন্তু আবেদনের প্রচণ্ডতায় সময়টিকে খুব দীর্ঘ মনে হয়।
১১. প্রেমের আত্মহত্যাগুলোর অধিকাংশই প্রথম প্রেমঘটিত।
১২. সে-ই শ্রেষ্ঠ কৃচ্ছ্রসাধন করিল, যে প্রথম প্রেমে ব্যর্থ হইয়া প্রেমের ঝাঁপি চিরতরের জন্য বন্ধ করিয়া দিল।
১৩. প্রথম প্রেমে বিশুদ্ধ কল্পনাই মুখ্য, ভোগ গৌণ; আর পরিণত বয়সের প্রেমে ভোগটাই মুখ্য, বিশুদ্ধ কল্পনা গৌণ।
১৪. প্রথম প্রেম মানে প্রথম যৌনতাও, কথাটা কেউ মুখ ফুটিয়া বলে না।
১৫. প্রথম প্রেম হইতেছে এক ধরনের মিথ। বলিতে ভালো লাগে; কিন্তু ব্যবহারিক কোনো উপযোগিতা নাই।
১৬. প্রথম যেকোনো কিছুই উত্তেজনার, শিহরণের। প্রথম প্রেমও ব্যতিক্রম কিছু নহে। তবে এত মাহাত্ম্য কীসের?
১৭. প্রথম প্রেমে ব্যর্থ হইয়া যে আজীবন বিবাহ করিল না, সে আসলে পৃথিবীর অপরাপর যোগ্য নারীদের অবজ্ঞা করিল।
১৮. প্রথম সিগারেট পানসে, প্রথম চুম্বন ফানসে (ঘনীভূত ইক্ষু গুড়ের স্বাদ)।
১৯. প্রথম দাড়ি কামানো ও প্রথম ডেটিং- সাবধানে হাত চালাইতে হয়।
২০. প্রথম প্রেম ভীরু, দ্বিতীয় প্রেম সাহসী, অতঃপর তৃতীয়-চতুর্থরা দুঃসাহসী।
২১. প্রথম প্রেমে অভিমান বেশি, পরের প্রেমগুলিতে যুক্তি বেশি।
২২. প্রথম প্রেমের সবচাইতে বড় ঘাটতি, ইহাতে তুলনার কোনো সুযোগ নাই।
২৩. প্রথম প্রেমে পড়িবার জন্য মেয়েদের দরকার হয় স্বপ্ন, ছেলেদের কিছুই দরকার হয় না।
২৪. প্রথম প্রেমের দগ্ধ ক্ষতে ঠিকমতো মলম লাগাইতে পারিলেই টার্গেটকে দ্বিতীয় প্রেমে ফেলানো সহজ হইয়া যায়।
২৫. প্রথম প্রেমের প্রথম সংলাপ- হয় জড়াইয়া যায়, নাহয় ক্লিষ্ট শোনায়।
২৬. প্রথম প্রেমের সবচাইতে ব্যর্থ সংলাপ : তোমাকে হারাইলে আর কাহাকেও ভালোবাসা হইবে না।
২৭. নাড়ির স্পন্দন বন্ধ করিয়াও যোগবলে জীবন বাঁচাইয়া রাখা যায়, প্রথম প্রেমের স্পন্দন বন্ধ হইলেও নতুন প্রেমবলে জীবন বাঁচে।
২৮. প্রকৃতির বিধানে প্রথম প্রেমে প্রত্যাখ্যাত সাধারণত পরবর্তীকালে সুখী হয়, প্রত্যাখ্যানকারীর জন্য মজুদ হয় দুঃখ।
২৯. দ্বিতীয় প্রেমিকার কাছে প্রথম প্রেমিকার কিংবা তৃতীয়ার কাছে প্রথমা-দ্বিতীয়ার কথা গোপন না করাই ভালো বরং হাহাকারের গল্পগুলোই বেশি কার্যকর।
৩০. প্রথম প্রেমের কলি কৈশোর-যৌবনে ফুটিলে তাহা যত সুগন্ধ ছড়ায়, প্রৌঢ়ত্বে ফুটিলে তাহার সিকিভাগও ছড়ায় না।
৩১. মেয়েদের চৌষট্টি কলা সম্পর্কে সম্যক ধারণা পাইতে হইলে অন্তত কয়েকবার প্রেমে পড়িতে হইবে।
৩২. প্রথম প্রেম যদি টেনশনাল নাটক হইয়া থাকে, দ্বিতীয় প্রেম তাহা হইলে কমিক রিলিফ।
৩৩. ফুল হইতে ঘ্রাণটুকু সরাইয়া নিলে অবশিষ্ট থাকে একটি কাগজের পিণ্ড, প্রথম হইতে আবেগটুকু সরাইয়া নিলে থাকে শুধু দুইটি মানব-মানবী।
৩৪. কোনো স্মৃতিই প্রথম প্রেমের মতো এত নস্টালজিক নহে।

 

প্রেমের পঞ্চান্ন প্রবচন

১. সন্দেহ হইতেছে প্রেমের টনিক স্বরূপ।
২. রেললাইন ব্যতীত ট্রেন চালানো আর ঝগড়া ব্যতীত প্রেম চালানো-সমান অসম্ভব।
৩. শাহজাহান কখনো প্রেমিক নহেন। যিনি তাহার বোনের প্রেমিককে সেদ্ধ পানিতে ডুবাইয়া মারেন, তিনি প্রেম কী জিনিস জানেন না। তাজমহল বড়জোর আত্মপ্রেম।
৪. প্রেম আর কিছুই নহে, কিছু মুখরোচক শব্দের খেলা মাত্র।
৫. প্রেমের ভিতর হইতে অন্য কোনো শর্ত তৈরি না হইলে নিছক প্রেমটির জন্য মানুষ উদারতার দৃষ্টান্ত স্থাপন করিতে পারে না।
৬. পরকীয়া মানে শুধু বিশ্বাসঘাতকতা নয়। পরকীয়ার আরেকটি অর্থ- অধিকতর সৌন্দর্যের প্রতি অধিকতর আকর্ষণ।
৭. বাংলাদেশে স্বামীর পরকীয়ায় স্ত্রী বাধা না দিলে তাহা মহত্ত্ব না-ও হইতে পারে, হইতে পারে তাহা জীবিকাধর্ম; কিন্তু স্ত্রীর পরকীয়ায় স্বামী বাধা না দিলে অবশ্যই তাহা মহত্ত্ব।
৮. একসঙ্গে একাধিক প্রেমে পড়িলে যদি প্রতারণা হয়, তাহা হইলে গান্ধী শ্রেষ্ঠ প্রতারক। কারণ তিনি একসঙ্গে অসংখ্য নারীর প্রেমে পড়িয়াছিলেন।
৯. যেসব নারী একাধিক প্রেম করে এবং দেহ দেয়, তাহাদের নিজস্ব একটি সহজ সান্ত্বনা থাকে যে, দেহ নষ্ট হইলেও আত্মা নষ্ট হয় নাই।
১০. সংস্কৃতিযুক্ত সাধারণ চেহারার নারী সংস্কৃতিমুক্ত সুশ্রী নারীর চাইতে মূল্যবান।
১১. বিবাহিত মেয়েদের জন্য সবচাইতে বিব্রতর পরিস্থিতি হইতেছে কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রেম মোকাবিলা করা।
১২. ধর্ম অনেক কিছুই পারে নাই, যেমন পারে নাই প্রেমের তীব্রতাকে বশে আনিতে।
১৩. প্রেমই একমাত্র শিল্প যাহার বিকাশের জন্য কোনো প্রতিষ্ঠান নাই।
১৪. পশুর প্রেম সহমর্মিতা আর মানুষের প্রেম শিল্প।
১৫. গায়ের রং কিংবা শারীরিক অন্য কোনো দুর্বলতা সমস্যা নহে। সমস্যা কমপ্লেক্স। এই কমপ্লেক্সওয়ালীদের হইতে সাবধান। ইহারা সহজেই বলিয়া দিবে-প্রেম নিবেদন করিয়াছিল, প্রত্যাখ্যান করিয়াছি।
১৬. শৃঙ্গারের প্রকারভেদ সর্বাধিক।
১৭. সর্বোৎকৃষ্ট প্লেটোনিক প্রেম হইতেছে দেশপ্রেম, কারণ ইহাতে জৈবিকতার ছিটেফোঁটাও নাই। সর্বোৎকৃষ্ট ফ্রয়েডীয় প্রেম হইল পতিতার সঙ্গে প্রেম-জৈবিকতা ছাড়া কিছুই নাই।
১৮. মিথ্যুক হওয়া ছাড়া ভালো প্রেমিক হওয়া যায় না।
১৯, নিকৃষ্ট সংস্কৃতির মানুষ তিনি, যিনি একইসঙ্গে একাধিক স্ত্রীর মাঝে বাস করেন।
২০. যৌনতার কৃচ্ছ্র সাধনকারী শ্রেষ্ঠ সাধু।
২১. লোকভয় প্রেমকে দেয় মুরগি শিকারের সহজ আনন্দের পরিবর্তে হরিণ শিকারের কষ্টসাধ্য প্রকৃত আনন্দ।
২২. প্রেম ছাড়াও কবিতা না হউক, পদ্য হয়- কবিতা ছাড়া প্রেম হয় না।
২৩. প্রেমিক-প্রেমিকার পরস্পরকে দেয়া দুঃখের চাইতে উপেক্ষাজনিত আত্মহত্যার সংখ্যা বেশি।
২৪. প্রেম দুইটি ঘটনার সমকালীনতা ছাড়া কিছুই নহে।
২৫. কিছু কিছু প্রেম আছে সংশ্লিষ্ট প্রেমিক-প্রেমিকা ছাড়া যাহার খবর কেউ জানে না।
২৬. দরিদ্র বিখ্যাত মানুষের জন্য মুদি দোকানদার আর দরিদ্র প্রেমিকের জন্য উচ্চাকাক্সক্ষী প্রেমিকা- উভয়েই বিপজ্জনক। ব্যক্তিত্ব শেষ করিয়া দিতে পারে।
২৭. পৃথিবীর দুইজন সফল অভিযাত্রী হইলেন আর্মস্ট্রং এবং বায়রন। একজন দেখিয়াছেন চন্দ্র, আরেকজন নারী।
২৮. নারীর চৌষট্টি কলার মধ্যে বড়জোর তেষট্টি পর্যন্ত পৌঁছানো সম্ভব।
২৯. পুরনো প্রেম ও নতুন গোঁফ- ফেলিয়া দিতে চাইলে পুরু হইয়া গজায়।
৩০. ঘৃণা মানে ভালোবাসারই নেগেটিভ প্রকাশ। ভালোবাসার বিপরীত শব্দ তাই হওয়া উচিত- বস্তুটির প্রতি ঔদাস্য।
৩১. প্রেমে কখনো বিয়ের আনুষ্ঠানিক প্রতিশ্র“তি থাকা উচিত নহে। পাওয়া-না-পাওয়ার দোলাচলটিই হইল প্রেম।
৩২. একজন সাধারণ মানুষও রাজকীয় দুঃখ ভোগ করিতে পারে, যখন সে রাজার রাজ্য হারানোর মতো প্রেম হারায়।
৩৩. প্রেম একমাত্র আদর্শ, যাহার জন্য মানুষ দুইটি বিপরীতমুখী ঝুঁকিপূর্ণ হত্যাকাণ্ড সংঘটিত করিতে পারে- আত্মহত্যা ও ভিলেন হত্যা।
৩৪. মুগ্ধতার নব নব সৃজনশীলতা ছাড়া অন্য যেকোনো ওষুধনীতিই প্রেমের আয়ু বাড়াইতে সক্ষম নয়।
৩৫. প্রেম বিষয়ে যত শ্রমঘণ্টা নষ্ট হয় পৃথিবীতে, সেই সময়ে অপচয় হওয়া মেধা ও নিষ্ঠার যোগফলে তৈরি হইতে পারে আরেকটি সভ্যতা।
৩৬. সর্বোত্তম উদার মানুষটিও কখনো কখনো প্রেমিকা কিংবা স্ত্রীর প্রশ্নে নিকৃষ্টতম অনুদার।
৩৭. প্রেম হইতেছে শিল্পিত মিথ্যা।
৩৮. স্বামীর আস্থা অর্জনের জন্য নবপরিণীতা তার প্রেমময় অতীতের অনেক কথাই বলে, কিন্তু আসল দুই-একটি কথা কখনোই বলে না।
৩৯. পৃথিবীর জঘন্যতম মিথ্যা কথা- তুমিই শ্রেষ্ঠ নারী।
৪০. সূত্র দিয়া গণিত হয়, প্রেম হয় না।
৪১. এমনকি প্রেমিকার সন্তুষ্টির জন্যও কোনো অন্যায়ে জড়াইয়া পড়িও না।
৪২. মূর্খ গো-বেচারা মানুষটিও রাতের শয়নকক্ষে হইতে পারে অসম্ভব প্রতিভাবান।
৪৩. অবিশ্বাসীকে ক্ষমা করা যায়, সন্দেহমুক্ত রাখা যায় না।
৪৪. দুইটি ঠোঁটের এক হাজার বার মিলনের যে আনন্দ, কোনো বিষয়ে দুইটি মতের মিলনের আনন্দের চাইতে তাহা অনেক কম।
৪৫. করুণা যদি করিতেই হয়, সুন্দরী স্ত্রীর অযোগ্য স্বামীকে করিও- বড় অসহায় জীব।
৪৬. প্রেমিকার, কখনো বা প্রেমিকেরও মন ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি বিশেষ। সাবধানে কাজ করিতে হয়। জীবন রক্ষাকারী ঔষধ বানাইতে গিয়া অনুপাতের হেরফেরে তৈরি হইয়া যাইতে পারে জীবনহরণকারী বিষ।
৪৭. মানব ইতিহাসের সর্বাধিক আকর্ষণের সর্বশ্রেষ্ঠ প্রেম কোনটি- খুঁজিয়া বাহির করা সম্ভব নহে।
৪৮. প্রেমের অনুভূতিটি স্বতঃস্ফূর্ত। কাঠামোটি নির্মিতব্য।
৪৯. বহুপ্রেমের অভিজ্ঞ ব্যক্তির কাছে তাহার প্রেমানুভূতি শৃঙ্গারেরই অংশ বিশেষ।
৫০. প্রত্যাখ্যানের দুঃখ কখনোই বিলাসী দুঃখ নহে। নিরেট বাস্তববাদীকেও কখনো কখনো ফুঁপাইয়া কাঁদিতে দেখা গিয়াছে।
৫১. মেয়েরা পুরুষের চাইতে অনেক বেশি স্থিতিসম্পন্ন। একেবারে স্পষ্ট করিয়া কিছু না বলিলে শত ইঙ্গিতেও স্বাভাবিক থাকে।
৫২. দাম্পত্যকে অসহ্য বলা যত সহজ, শৃঙ্খল ভাঙা তত কঠিন।
৫৩. সেই দম্পতিই সুখী দম্পতি, যেখানে স্বামী টাকার হিসাব রাখে না। পতির উদারতা আর জায়ার তৃপ্তি-ভালোই কাটে দিনকাল।
৫৪. স্বামী খাদ্য দেয়। প্রেমিক দিয়াছিল সুধা।
৫৫. স্ত্রী রান্না করে। প্রেমিকা বাজাইয়াছিল সেতার।

আরো পড়তে পারেন

আর্কটিক থেকে উপসাগর পর্যন্ত: কানাডা ও বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ হুমকি

এটি শুধু একটি ভৌগলিক বা স্থানিক ব্যাপ্তির  বর্ণনা নয় , যা আর্কটিক অঞ্চল থেকে উপসাগর পর্যন্ত বিস্তৃত ভ্রমণ বা পরিসরের পরামর্শ দেয়। আর্কটিক বলতে পৃথিবীর সবচেয়ে উত্তরের অংশকে বোঝায়, যা আর্কটিক মহাসাগর এবং আশেপাশের ল্যান্ডস্ক্যাপ জুড়ে রয়েছে। অন্যদিকে উপসাগর জলের শুধু একটি অংশ নয় যা ভূমি দ্বারা আংশিকভাবে ঘেরা ও একটি প্রশস্ত মুখ দিয়ে সামনে….

ভালোবাসা প্রতিদিন

প্রতিবারের মতো এবারও আমি রিমান আর রোমান পুরো গ্রামটা পায়ে হেঁটে দেখার প্রস্তুতি নিয়ে বেরিয়েছি। সামনে পরীক্ষা তাই রায়হান সঙ্গে থাকতে পারেনি। বছরের শেষ দিনগুলিতে উত্তর পশ্চিম স্পেনের এই অঞ্চলে আসা এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে। মনে হয়, বছর শেষে এখানে আমার সময়বাঁধা আছে। প্রতি বছর পাহাড়বেষ্টিত ছোটো ছোটো গ্রামের সমন্বয়ে এই পরিবেশ আমার মধ্যে….

পরিবেশ পুরস্কারের ভালো-মন্দ

আমাদের এই ভারতীয় উপমহাদেশের সরকারগুলো পরিবেশ রক্ষায় কাজ করছে কেমন? জবাব হচ্ছে, করছে না, যা করছে তা খুবই সামান্য। ‘এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স’ গবেষণার গত ২০১৮ সালে প্রকাশিত ফলাফলে দেখা গেল পরিবেশগত ঝুঁকি কমাতে তৎপর রাষ্ট্রগুলোর তালিকায় ভারতীয় উপমহাদেশের রাষ্ট্রগুলোর অবস্থান একদম নিচের দিকে। গবেষণার নানা সূচক মিলে মোট ১০০ মার্কসের মধ্যে বাংলাদেশ, নেপাল ও ইন্ডিয়া….

error: Content is protected !!