হারুন আল রশিদ দুই দশকের বেশি সময় ধরে গদ্য সাহিত্য রচনার আধুনিক কলা-কৌশল রপ্ত করেছেন। বিশ্ব সাহিত্যে স্থায়ী অবদান রাখা শতাধিক লেখকের উপন্যাস তিনি নিবিড়ভাবে অধ্যয়ন করেছেন। তাঁর ইংরেজিতে লেখা ETA Memoirs of An Unrequited Love প্রকাশিত হয়েছে। ইংরেজি ভাষায় এ যাবৎ লেখা কঠিনতম উপন্যাস ইউলিসিস এর বঙ্গানুবাদ করছেন তিনি। জন্ম ১৯৭৩ সালে, ফেনীতে। সরকারি কর্মচারি হারুন আল রশিদ বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক পদে কর্মরত আছেন।
প্রকাশিত উপন্যাস-
'রেনুর আবির্ভাব' (অনন্যা)
'রুদেবিশ শেকাবের ব্যতিক্রমী জীবন' (সৃজন)