মেহেদী মাহমুদ চৌধুরীর জন্ম নারায়ণগঞ্জেরঅদূরে সাবেক আদমজীনগরে, স্থায়ী ঠিকানা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রাম, বর্তমানে যুক্তরাজ্যের বর্নমাউথ শহরের বাসিন্দা। লেখাপড়ার প্রথম পাঠ সাবেক আদমজী হাই স্কুল, পরে ঢাকার বিভিন্ন স্কুল পার হয়ে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এস এস সি আর এইচ এস সি। উচ্চশিক্ষা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে, পরে জাপানের রিতসুমেকান বিশ্ববিদ্যালয় আর সবশেষে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি। বর্তমানে অধ্যাপনা করেন যুক্তরাজ্যের বর্নমাউথ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে।অর্থনীতি বিষয়ে তার বেশ কয়েকটি লেখা আন্তর্জাতিকগবেষণাজার্নালেপ্রকাশিতহয়েছে।সময় সময়ে লিখেছেনসাহিত্য, সমাজ ও দর্শন বিষয়ক লেখাযা বাংলা - ইংরেজি পত্রিকা ও অনলাইনে প্রকাশিত হয়েছে। ২০২০ সালের বই মেলায় সমাবেশ প্রকাশনী থেকে বের হয়েছিলো তার লেখা বই ‘গণিতভাবনা’