জন্ম ৯ জুন, সিলেট। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) থেকে কৃষি অর্থনীতিতে স্নাতক এবং ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট (ঢাকা) থেকে এমবিএ করেছেন।
পেশা: উন্নয়ন কর্মী। বিভিন্ন আন্তর্জাতিক বেসরকারী প্রতিষ্ঠানের কর্মী হিসাবে ১৯৮৮ থেকে ২০১২ সাল পর্যন্ত পূর্ব এবং পশ্চিম আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জসহ বেশ কয়েকটি দেশে দারিদ্র বিমোচন, ক্ষুদ্রঋণ, জীবিকা এবং আয়-বর্ধক কর্মকান্ডসহ গ্রামীন ও প্রান্তিক জনগনের উন্নয়ন কর্মসূচী ও প্রকল্পে কাজ করেছেন।
লেখালেখি করছেন সত্তরের দশক থেকে তবে একটা উল্লেখযোগ্য সময় প্রবাসজীবনে চাকরী উপলক্ষে ব্যস্ত থাকার কারণে বেশ অনেকটা বছর লেখালেখির জগৎ থেকে দূরে ছিলেন।
প্রকাশিত গল্পগ্রন্থ: 'মধ্যরাতের ফুর্তিবাজ এবং অন্যান্য চরিত্রাবলী', 'ওরা এপাড়ায় থাকে'। উপন্যাস 'বনচারী'