কবি, গল্পকার, অনুবাদক। পেশাগত জীবনে তাসনুভা রাইসা একজন প্রকৌশলী। পড়াশোনা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। সৃজনশীল ভাবনাকে কাজে রুপান্তরের বিষয়টি ভালোবাসেন বলেই বর্তমানে দেশের স্বনামধন্য এক কর্পোরেট প্রতিষ্ঠানে সৃজনশীল কন্টেন্ট এর পরিকল্পনায় নিযুক্ত আছেন।
ছোটবেলায়ই লেখালেখির হাতেখড়ি। বাংলাদেশের প্রথম শ্রেণীর দৈনিক পত্রিকাগুলোর সাহিত্যপাতা এবং অনলাইন সাহিত্য পোর্টালগুলোতে নিয়মিত লিখছেন। ২০১৭ সালে অমর একুশে গ্রন্থমেলায় 'সব গল্পের শিরোনাম এক' নামে যৌথ গল্পসংকলন প্রকাশিত হয়।