Saturday, September 27, 2025
spot_img
More

    সর্বশেষ

    হারুন আল রশিদের সৃষ্টির ভুবনে ‘রুদেবিশ শেকাবের ব্যতিক্রমী জীবন’

    হারুন আল রশিদ দুই দশকের বেশি সময় ধরে গদ্য সাহিত্য রচনার আধুনিক কলা-কৌশল রপ্ত করেছেন। বিশ্ব সাহিত্যে স্থায়ী অবদান রাখা শতাধিক লেখকের উপন্যাস তিনি নিবিড়ভাবে অধ্যয়ন করেছেন। ইংরেজিতে লেখা তাঁর দুটি গুরুত্বপূর্ণ ও বৃহৎ উপন্যাস, The Memoirs of An Unrequited Love ও The River Flows Upstream, নতুন আঙ্গিকে প্রকাশের অপেক্ষায় রয়েছে। ইংরেজি ভাষায় এ যাবৎ লেখা কঠিনতম উপন্যাস ইউলিসিস এর বঙ্গানুবাদ করছেন তিনি। জন্ম ১৯৭৩ সালে, ফেনীতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক করেছেন। এছাড়াও তিনি দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন। সরকারি কর্মকর্তা হারুন আল রশিদ বর্তমানে মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত পদে কর্মরত আছেন।

    রুদেবিশ শেকাবের ব্যতিক্রমী জীবন উপন্যাসের লেখক হারুন আল রশিদ বাংলা সাহিত্যে এক ব্যতিক্রম ও সম্পূর্ণ নতুন কণ্ঠ। তার  গদ্যের শক্তি ও গভীরতা পাঠকের কাছে যেমন বিস্ময়ের, তেমনি তার ভাষার সহজবোধ্যতা বাংলা গদ্যের একটি নতুন ধারা তৈরি করেছে। মাত্র দুটি উপন্যাস প্রকাশ করে তিনি পাঠকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অন্য উপন্যাসটি হল— ‘রেণুর আবির্ভাব’। তাঁর তৃতীয় বাংলা উপন্যাস ‘ওসিডি’ সৃজন থেকে জানুয়ারি ’২৪ এর শেষ নাগাদ বই আকারে প্রকাশিত হবে। সৃজন থেকে প্রকাশিত ‘রুদেবিশ শেকাবের ব্যতিক্রমী জীবন’ উপন্যাসটি লেখক-পাঠকের কাছে গুরুত্বের সঙ্গে সমাদৃত হয়েছে। ‘রুদেবিশ শেকাবের ব্যতিক্রমী জীবন’ উপন্যাসটি নিয়ে সৃজনের এই ছোট্ট বিশেষ আয়োজন পাঠকদের সামনে উপস্থাপন করা হলো। বি. স.

    রুদেবিশ শেকাবের ব্যতিক্রমী জীবনঃ বাংলা উপন্যাসে নতুন আঙ্গিক
    কা উ সা র  মা হ মু দ

    
    

    একটি ব্যতিক্রমধর্মী উপন্যাস
    মো জা ম্মে ল  হ ক  নি য়ো গী

    
    

    ‘রুদেবিশ শেকাবের ব্যতিক্রমী জীবন’ নিয়ে কিছু কথা
    কা ম রু ল  কা দে র  চৌ ধু রী

    
    

    রুদেবিশ শেকাবের ব্যতিক্রমী জীবন: অদ্ভুত এক সাহিত্যনামা
    কা ও সা র  সু ল তা না  রি নু

    
    

    বৈশ্বিক মোড়কে দেশজ কাহিনীর দ্বৈত আঙ্গিক
    গা জী  গি য়া স  উ দ্দি ন

    
    

    রুদেবিশ শেকাবের অবিনশ্বর ভালোবাসা
    মে জ বা হ  উ দ দী ন

    
    

    প্রেম, কাম ও আত্ম-অন্বেষার ব্যতিক্রমী আখ্যান
    আ হ মে দ  বা সা র

    বাংলা সাহিত্যের লেখকদের কূপমণ্ডূকতা পাঠকদের কূপমণ্ডূক করেছে
    — হা রু ন  আ ল  র শি দ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Latest Posts

    spot_imgspot_img

    সর্বাধিক পঠিত

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.