Monday, October 27, 2025
spot_img
More

    সর্বশেষ

    সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

    (উৎসর্গ: বেলাল ভাই ও নাজমুস সাকিব’কে, কবিতাটি মসজিদে নববীতে বসে লেখা হয়েছে )

    ও আমার হৃদয়ের মহাজন
    তুমি তো বন্ধু মুমিনের
    মনেতে বইছে মরুঝড়
    তোমারও সাক্ষাৎ পরমের

    আমি কি উন্মাদ কতকাল
    সুতোতে গাঁথা যে প্রেমালাপ
    তোমাকে স্বপ্নে গতকাল
    বহুদূর ইবাদাতে শোকতাপ

    তুমি কি অশ্রুর দীর্ঘ মোনাজাত
    নির্ঝর বয়ে যাও অভিঘাত
    তোমাকে ডাকি সেই ক্রমাগত
    বহুকাল কেটে গেছে পরাজিত

    আজকে দেখা দাও-
    ক্লান্ত পাখিটিরে
    সারা দাও মোনাজাতে-
    আমারে দয়া করে

    চোখেতে কতদূর মিনারের বীতশোক
    সুস্থির ধীরপায়ে কাছে আসে পরলোক
    তুমি তো মহারাজ হে রাসূল
    অন্তিম মোনাজাতে ডাকছি কি ব্যাকুল
    তুমি কি শুনো না এই ডাক
    তোমাকে ডাকছি-
    পুরনো সে নিনাদ
    আমাকে ডেকে লও অন্তরে
    ক্ষমাটি ঝুলে আছে-
    নির্মেঘ প্রান্তরে।

    ওই তো ডাকছে পাখিরা
    সন্ধ্যার গায়ে চড়ে আখিরাত
    উজ্জ্বল সমস্ত বালুচরে
    সেজদায় কেঁপে ওঠে পুলসিরাত

    কি ভীষণ ভয়াবহ সেইদিন
    অশ্রুতে বিগলিত সারাদিন
    তুমিতো ডাকবে রবেরে
    ক্লান্ত নবীদের আখেরে

    আহা কি সেইদিন
    ভীতরব মানুষের
    তুমি কি ঠায় দাঁড়িয়ে
    নিমীলিত চোখ ওই-
    তোমারও বারিশের

    আমি কি মাফ পাব ওইদিনে
    তুমি কি ডাকবে পেছনে
    আহত পাখিটিরে দুর্দিনে
    পুড়ে নেবে জামাটির আস্তিনে

    কি রকম উড়ছে কবুতর
    নীল গম্বুজে সাদামেঘ
    এই তো পাশ থেকে
    তোমাকে ডাকছি ক্রমাগত
    ডুকরে জাগছে এই আবেগ

    কাঁপছে আলোটি টুপ শিশিরের
    চারদিক সমাহিত শান্তি প্রভাতের
    গম্ভীর পাহাড়ে বাজছে ভায়োলিন
    ইমামের কন্ঠে ফজরে সূরা ত্বীন

    আহা কি আয়াতে ভিজছে পুরো বুক
    কোথাও রুকুতে আয়োজিত ধুকপুক
    এই ব্যাথা গোলামের ফুলেল কার্পাসে
    সমস্ত চুরমার দীর্ঘ সেজদার বিন্যাসে

    করুণ বাগডোরে জমা হয় হাহাকার
    তসবীহর গুটিতে স্বচ্ছ হীমজল
    আমারও মন বলে এই লও সালামের
    আনত চোখ জুড়ে বিরহ আরামের
    তোমাকে দেখি গো-
    এইচোখে হে রাসূল
    রওজা ভিজে যায়-
    আমারও চোখে ফুল

    সবুজে ছায়াপাটি সন্ধ্যা কাঁপছে
    তীর্থে পাখিরা ডানা মেলে হাসছে
    ওই তো গম্বুজ মিনারও আজানের
    সমস্ত বিধূনন সাহাবী বেলালের

    আমি তো ভাবছি পরাজিত মুসাফির
    গভীর পরলোকে বে’খুদী কি আখির

    পাকা ঘুম রোদটিতে উড়ছে ধূলিমেঘ
    ছায়াতে নতজানু বিহঙ্গ সে কুলীন
    আধা শোক বিত্রস্ত জমাট ও বায়ূবেগ
    চিবুকে খুনসুটি খুশীতে যে মুমিন

    করুণা বর্ষায় তিরতির মৃদুঠোঁট
    আসরে নামছে বিনম্র ছায়ালোক
    জমছে মধুবনে আনত যে পলক
    বিষন্ন আয়ূতে হাঁটছে কত লোক

    তুমি কি মায়া তিল নীরদ ঝুমকায়
    ফুটছে জবা ফুল বহুদূর পাতাটায়
    হামদে নিহারিল তামাম কায়েনাত
    পারস্য ইরানে থমকে ওই আঘাত

    কোথা কোন পাহাড়ে এখনো বাজে তান
    নিরন্দ্র ছায়াঘেরা নিরিবিলি কি আজান
    সমস্ত বর্ণিল নদী ও চমকানো মায়াবিল
    এখনো চারপাশ জেগে তুলে সূরা ফিল

    ঘনঘোর আন্ধারে কুঁজো পথ বিরামে
    বিনীত আরজিতে পড়ে থাকি হারেমে
    সাফা কি মারওয়াতে দৌঁড়ি যাতনায়
    স্মরণে, শান্তিতে; তোমারও মদীনায়

    সান্ধ্য দুরুদে আঙ্গুলে কাপে কড়
    বলছি সালামে; সালাতে ভরা ঘর
    এতো কি প্রেম দিলে কোথা হে তুমি গো
    গুনাহ’রও বাগডোরে কাঁপছে দেহ মোর

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Latest Posts

    spot_imgspot_img

    সর্বাধিক পঠিত

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.