Saturday, September 27, 2025
spot_img
More

    সর্বশেষ

    প্রতিভাবান এক কবিকে বাঁচাতে এগিয়ে আসুন

    ভাষাহীনতার দিকে এগিয়ে যাচ্ছি ক্রমশ
    জীবনের মাত্রাগুলো অনায়াসে মিলেমিশে মোহনা তৈরি করছে 
    আমি সেই মোহনায় কোনো দিক খুঁজে পাই না 
    কিছু প্রশ্নের অমীমাংসা নিয়ে ভোর হয়ে যায়
    তারপরও অন্ধকার কাটে না
    সমস্ত ভাবনা শুধু নেতিবাচকতার চিহ্ন নয়বরং 
    এক গভীর তরঙ্গে আমার অস্তিত্বের আত্মপ্রকাশের একেকটি চিত্রকল্প 
    যারা আমাকে কেবল আরো ভাষাহীনতার দিকেই নিয়ে যাচ্ছে ক্রমশ’!

    কবিতাটি প্রতিভাসম্পন্ন তরুণ কবি শ্বেতা শতাব্দী এষ–এর। জন্মের ছয় মাস বয়স থেকেই যিনি দুরারোগ্য ব্যাধি থ্যালাসমেয়িয়ায় আক্রান্ত। এ রোগ তার জীবনকে অবর্ণনীয় যন্ত্রণা ও অনিশ্চয়তার উপান্তে দাঁড় করিয়েছে। তবে জীবনের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাভাবিকতায় ফিরে আসতে প্রয়োজন দীর্ঘমেয়াদী উন্নত চিকিৎসার।

    শৈশব থেকেই অত্যন্ত মেধাবী শ্বেতা। অসুস্থতা নিয়েও জীবনযুদ্ধে নিজের মেধা ও মনন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও পরবর্তীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০১৬ সালে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ “বিপরীত দূরবীনে”-এর স্বীকৃতি স্বরূপ তিনি ‘আয়েশা ফয়েজ পুরস্কার​-২০১৭’-এ ভূষিত হয়েছেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে জীবনসংগ্রামী কবি যখন চাকরির সন্ধানে ছুটছেন, তখন লিভার ক্যান্সার তার পথের আলো নিভিয়ে দিতে প্রতাপী হয়ে উঠেছে। তাকে দিল্লির মেদান্ত হসপিটালে রেডিও থেরাপি নিতে হয়েছে। এখন ট্রান্স আর্টেরিয়াল রেডিও এম্বো‌লাইজেশন (TARE) থেরাপি নিয়ে লিভার ট্রান্সপ্লান্ট ব্যতীত কোনো উপায় নেই।

    শ্বেতাকে বাঁচাতে প্রায় ৮০ লাখ টাকা প্রয়োজন। সবাই চেষ্টা করলে অতি স্বল্প সময়ে টাকার ব্যবস্থা নিশ্চিত করে তার স্বপ্নকে সজীব রাখতে পারি

    শ্বেতাকে বাঁচাতে প্রায় ৮০ লাখ টাকা প্রয়োজন। সবাই চেষ্টা করলে অতি স্বল্প সময়ে টাকার ব্যবস্থা নিশ্চিত করে তার স্বপ্নকে সজীব রাখতে পারি। শ্বেতার চিকিৎসার্থে মানবিক মূল্যবোধ নিয়ে মানুষ দাঁড়াক আরেকজন মানুষের পাশে। সহযোগিতা করুক তাঁর যথাযথ উন্নত চিকিৎসার জন্যে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই কথাটি হৃদয়ে ধারণ করে আসুন, কবি শ্বেতা শতাব্দী এষ -এর সুচিকিৎসার জন্যে তাঁর পাশে দাঁড়াই। রাস্তাই একমাত্র রাস্তা। তা যেন শেষমেশ মানবিকতার দোরগোরায় গিয়ে দাঁড়ায়।

     

    আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা:

    শতাব্দী এষ
    অ্যাকাউন্ট নম্বর:
    4439 60101 9033, সোনালী ব্যাংক পিএলসি
    ব্রাঞ্চ: বেগম রোকেয়া সরণি, পশ্চিম মনিপুর, ঢাকা, বাংলাদেশ।
    ব্রাঞ্চ কোড: 067
    সুইফট কোড: BSONBDDH
    রাউটিং নম্বর: 200260679

    পেপ্যাল: Paypal.me/AlokanandaB
    ই-মেইল: bhmk61@yahoo.com

    মন্দিরা এষ (বোনের বিকাশ) নম্বর: +8801921006627

    ছবি ভৌমিক (মায়ের বিকাশ ও নগদ) নম্বর: +৮৮০১৯৩১৫৫১৮৬৫

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Latest Posts

    spot_imgspot_img

    সর্বাধিক পঠিত

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.