Saturday, September 27, 2025
spot_img
More

    সর্বশেষ

    ‘আধুনিকতার ইতিহাস’ গ্রন্থের পাঠ উন্মোচন এবং আলোচনা সভা

    সম্প্রতি (১৩ নভেম্বর ২০২৪) বিশ্বসাহিত্য কেন্দ্রে ব্যারিস্টার নওফল জমির রচিত ‘আধুনিকতার ইতিহাস’ গ্রন্থের পাঠ উন্মোচন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বইয়ের পাঠ উন্মোচন করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তিনি বলেন, আধুনিকতার ইতিহাস আধুনিকতা নিয়ে নতুন প্রজন্মের একটি চিন্তা ধারা। আমরা যারা বয়োজ্যেষ্ঠ, ব্রিটিশ আমলে জন্ম, তারা পৃথিবীকে এবং বাস্তবতাকে যেভাবে দেখি আজকের প্রজন্ম সেভাবে দেখে না। সময়ের পরিক্রমা এর সবচেয়ে বড় কারণ। আমাদের সময়ে জ্ঞান অর্জন করা অনেক কঠিন ছিল। একটি বই জোগাড় করতে দূর-দূরান্তে লাইব্রেরিতে যেতে হতো, যোগাযোগ মাধ্যম ছিল ধীর গতির। বর্তমান টেকনোলজির যুগে তথ্যভাণ্ডার খতিয়ে দেখার সহজলভ্যতা বা সুযোগ আমাদের ছিল না। সময়ের সাথে টেকনোলজির পাশাপাশি জ্ঞানচর্চা এবং চিন্তাধারার যে বিশাল এক পরিবর্তন এসেছে তার প্রমাণ ‘আধুনিকতার ইতিহাস’। এই বইয়ে আধুনিকতার বিষয় এসেছে। এর বিভিন্ন থিউরি এসেছে। এখানে আমরা কিভাবে আধুনিকতা চর্চা করি সেই বিষয়টি বই পড়ে মিলিয়ে দেখলে অনেক কিছু বোঝা যাবে। অনেক পারিশ্রম করে লেখা বইটি জ্ঞানপিপাসুদের জন্য দরকারি একটি বই হবে বলে আমার মনে হচ্ছে।

    আলোচনা সভায় বই নিয়ে আরও কথা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদার, বিএনপি’র আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক কথাসাহিত্যিক মোস্তফা মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সানিয়া সিতারা, বইয়ের লেখক ব্যারিস্টার নওফল জমির, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।

    অনুষ্ঠান সভাপতি’র বক্তব্যে কবি আবদুল হাই শিকদার বলেন, আমাদের দেশে অনেকদিন ধরেই আধুনিকতা নামক বিষয়টি চর্চা হয়ে আসছে। এই অধুনিকতা কিসের আধুনিকতা, কোথা থেকে কেনো এসেছে এই আধুনিকতা… এইসব না জেনেই এক ধরনের চর্চা হয়ে আসছে। এই বিষয়ের এরকম গুরুত্বপূর্ণ বই বাংলা ভাষায় লেখা হয়নি। কঠিন বিষয়কে সহজ করে সকলের বোধগম্য করে তুলে ধরেছেন লেখক। ‘আধুনিকতার ইতিহাস’ বইটি আমাদের দেশে চর্চা হওয়া আধুনিকতা এবং বিশ্ব রাজনীতিতে প্রয়োগ হওয়া আধুনিকতার খোলস উন্মোচন করে দিয়েছে। এমন একটি গুরুত্বপূর্ন বই পাঠের সুযোগ করে দেয়ার জন্য সুজন প্রকাশনীকে ধন্যবাদ জানাই।

    [ছবির ক্যাপশন: বা থেকে(বসা) অধ্যাপক ড. সানিয়া সিতারা, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী, কবি আবদুল হাই শিকদার। বা থেকে(দাড়িয়ে) ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার নওফল জমির, কবি জুননু রাইন।]

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Latest Posts

    spot_imgspot_img

    সর্বাধিক পঠিত

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.