গুচ্ছকবিতা

আহমেদ বাসারের একগুচ্ছ কবিতা

রাহুফুল চলে যাচ্ছো অগ্নিধূলায় পা ফেলে ফেলে ওপারের বাগানে রৌদ্রের রেণুসিক্ত রাহুফুল ফুটে আছে কমনীয় বহুরূপে এপারে দাঁড়িয়ে আছি ভঙ্গুর পাহাড় পায়ের তলায় শতাব্দীর কাঁটাগাছ মাংস ফুঁড়ে খুঁড়ে যাচ্ছে শরীরী আকাশ তোমার সমুদ্রচুলে আকাঙ্ক্ষার কত মাছ খুঁটে খায় প্রার্থিত আহার তাকিয়ে দেখছি সূর্যগলা চুল্লি ছুঁয়ে তোমার অয়োময় প্রস্থান মাটির শরীর হতে ঝরে যাচ্ছে আলোর ফসিল….

error: Content is protected !!