এই তো সময় শস্য বোনার
আসুন, তা হলে বুনতে থাকি, শুরু হোক আজই তবে শুরু হোক, এই তো শস্য বোনার সময়, আদিগন্ত বিস্তৃত এই মাঠে আসুন আমরা বুনি শস্যের দানা বুনি যতটুকু আমাদের প্রয়োজন বুনে দিই আমাদের ভবিষ্যৎ। অনেকটা সময় গেলো হেলাফেলা, অনেকটা সময় গেলো এই ভেবে কী বুনবো এইটুকু নিস্ফলা জমিতে; এই কালে কী আর বোনার আছে ভেবে গেছে….