আব্বাসের ক্যামেরায় আমাদের মুক্তিযুদ্ধ
১৬ ডিসেম্বর, ১৯৭১। নয় মাসের রক্তয়ী যুদ্ধের পর বাংলাদেশ পেলো কাঙ্ক্ষিত বিজয়। সেসময়ের একটি ছবি চোখে ভাসে, বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন দুই মুক্তিযোদ্ধা। একজন আরেক জনকে জড়িয়ে ধরেছেন বিপুল আবেগে। একজনের হাতে একটি স্টেনগান। যার হাতে স্টেনগান সে দৃঢ়, তার শরীরী ভাষা অভিভাবক সুলভ। অন্যজনের বাঁধভাঙা আনন্দ, সেই প্রবল আনন্দ কান্না হয়ে ঝরছে। তাঁর….