
নদী উপাখ্যান
উত্তম কুমার বড়ুয়া বিশ্বের অন্যতম নদীমাতৃক দেশ বাংলাদেশ। এদেশে নদীর সংখ্যা কত তার সঠিক পরিসংখ্যান সহজে পাওয়া যায় না। তবে এদেশের ওপর দিয়ে সাতশ’র অধিক নদ-নদী, শাখা নদী ও উপনদী প্রবাহমান রয়েছে বলে ধারণা করা হয়। উৎসে ঝরা লক্ষ কোটি বিন্দু বিন্দু জলরেখায় সৃষ্টি হয় এক একটি নদ বা নদী। আসলে পানির সমোচ্চশীলতা গুণের কারণে….