
রাজীব সরকারের জন্মদিনে হাসনাত আবদুল হাই ও আনিসুল হকের শুভেচ্ছা মন্তব্য
লেখার ভঙ্গি সরল কিন্তু লক্ষ্যভেদী হাসনাত আবদুল হাই আমাদের সাহিত্যে মননশীল লেখা সংখ্যায় অনেক কম, বেশি পিছিয়ে আছে। এর একটা কারণ মনে হয় পঠন-পাঠনের সীমাবদ্ধতা। দ্বিতীয় কারণ, মৌলিক চিন্তা করতে যে পরিশ্রম প্রয়োজন তার প্রতি অনীহা। বয়স হিসেবে রাজীব সরকারকে নবীনই বলতে হয়। কিন্তু অল্প বয়সেই সে মননশীল লেখায় তার আন্তরিকতা ও মেধার পরিচয় দিয়েছে।….