Author Picture

হাসনাত আসিফ কুশল

কবি, প্রাবন্ধিক। পেশা: সাংবাদিকতা। কাজ করেছেন সমকাল, ভোরের কাগজ, আমাদের নতুন সময় ও ঢাকা পোস্টে। বর্তমানে কাজ করছেন ইত্তেফাকে।

 

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ও নটর ডেম কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে মিডিয়া স্টাডিজ অ্যন্ড জার্নালিজমে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

আবুবকর সিদ্দিক: দ্যুতিময় কবির প্রয়াণ

দ্যুতিময়, জ্যোতির্ময়, ভাস্বর। আছেন প্রেমে, আছেন দ্রোহে। যার চয়িত শব্দগুচ্ছ অনুপ্রেরণা যুগিয়েছে স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনকারীদের। সেই কবি, কবি আবুবকর সিদ্দিক। বার্ধক্যজনিত রোগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোর পৌনে ছয়টার দিকে খুলনা নগরীর ৫ নম্বর মুন্সিপাড়ায় ছোট বোনের বাসায় প্রয়াত হন কবি আবুবকর সিদ্দিক। আবুবকর সিদ্দিকের জন্ম ১৯৩৪ সালে ১৯ আগস্ট, বাগেরহাটের গোটাপাড়া গ্রামে মাতুলালয়ে। একই….

error: Content is protected !!