
হাবীবাহ্ নাসরীনের একগুচ্ছ কবিতা
তোমার নামে এক মহাকাল . আমার বুকে কষ্ট নামের নষ্ট একটা ঘড়ি আছে ঘড়ির কাঁটা হঠাৎ কখন তোমার ঘরে থমকে গেছে! তোমার নামে নামতা পড়ে, যখন-তখন তোমায় ডাকে তোমার দিকেই উসকানি দেয় বেহায়া এই হৃদয়টাকে। তুমি বললেই টিক টিক টিক, তুমি চাইলেই থমকে যাবে আমার মতন বাধ্যগত এমন প্রেমিক কোথায় পাবে! কষ্টগুলোও তোমার নামে, যা….