Author Picture

হাবীবাহ্ নাসরীন

কবি কথাসাহিত্যিক এবং সাংবাদিক।

হাবীবাহ্ নাসরীনের একগুচ্ছ কবিতা

তোমার নামে এক মহাকাল . আমার বুকে কষ্ট নামের নষ্ট একটা ঘড়ি আছে ঘড়ির কাঁটা হঠাৎ কখন তোমার ঘরে থমকে গেছে! তোমার নামে নামতা পড়ে, যখন-তখন তোমায় ডাকে তোমার দিকেই উসকানি দেয় বেহায়া এই হৃদয়টাকে। তুমি বললেই টিক টিক টিক, তুমি চাইলেই থমকে যাবে আমার মতন বাধ্যগত এমন প্রেমিক কোথায় পাবে! কষ্টগুলোও তোমার নামে, যা….

error: Content is protected !!