
রাজীবের অনন্যতা
রাজীব সরকার ভালো আলোচনা করে এবং বিতর্কে তার কাছাকাছি যাবার প্রতিযোগী প্রায়ই পাওয়া যায় না। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আবাসিক ছাত্র সে, হলের আবাসিক শিক্ষক হিসেবে তখন আমি সেটি দেখেছি। ডাকসু ও হল সংসদ সে সময় থাকলে ঘরে পুরস্কার রাখার জায়গা পেতো না সে। সে সময় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে ও হলের আয়োজনে সাহিত্য-প্রতিযোগিতা খুব-একটা হতো….