ছারপোকা
হাত ঘুরিয়ে ঘুরিয়ে চুড়িগুলো দেখছে আলেয়া। নিজের হাতে বানানো চুড়ি! লাল নীল সবুজ রঙের পাথরে জ্বলমল করছে চুড়িগুলো। মনটা কেমন ভালো হয়ে যায় আলেয়ার। আবার একটু বিরক্তিও লাগে। সহকারী ম্যানেজার কুদ্দুস লুকিয়ে লুকিয়ে শুধু ওকেই কেন দিলো? আর তো কাউকে দিলো না? এই চুড়ি জোড়া আলেয়াই বানিয়েছে। কুদ্দুস লুকিয়ে রেখে দিয়েছে আলেয়ার জন্য! কারখানার এই….