Author Picture

সুয়েজ করিম

কবি, ব্যাংকার।

সুয়েজ করিম এর একগুচ্ছ কবিতা

মহাশ্বেতা . মহাশ্বেতা- তুমি আছো অনিন্দ্য চন্দ্রাবতীর দেশে শরতের প্রমোদ রোদের নিবিড় আলিঙ্গনে , জ্যোৎস্নাবিলাস বিকিনি পরা রাতে মহাকাশের হিলিয়ামে তারা ফোটা ধূলি পথে আমার বেদনা থেকে আলোকবর্ষ দূরে… ভুলতে পারি না তোমার মায়ার প্রীতির সমুদ্দুর; ঢাকতে পারে না স্মৃতির রশ্মি শূন্যের কালো মেঘ, বুকের ভেতরে সাত সাগরের বিদ্রোহী লাল ঢেউ কাশের কাফনে সেলাই করা….

error: Content is protected !!