Author Picture

সাযযাদ আনসারী

কবি, গবেষক এবং শিক্ষক।

সাযযাদ আনসারীর একগুচ্ছ কবিতা

ঋতু রমনী অন্তহীন পথের মত ছিলো ঋতু রমনী চেনা পাতা ও পাখি থেকে অচেনা ফুলের পথে চলে গেল সে। কথা ছিলো তার সাথে রাগ-রাগিনীর কথা ছিলো অসংখ্য পত্র-পল্লবীর, কথা ছিলো আমাদের নাম উড়াবার কথা ছিলো কত কথা দেবার নেবার। এই খানে আমাদের মন অন্ধ অধীর এই খানে না বাঁধা ঘাট জীবন নদীর, এই খানে পথে….

সাযযাদ আনসারীর একগুচ্ছ কবিতা

হৃদয়ের অক্ষর . হৃদয়ের একটি অক্ষরও অক্ষত রইলো না আর। বহু দুঃখের তিমিরান্ধ সময়ের সংঘাতে ক্ষত বিক্ষত স্বদেশ-স্বরূপ। এ কোন কলঙ্কিত কাল বোশেখী! মানুষের ভেতর থেকে মানুষের ভাষা, নদীর ভেতর থেকে নিঃশব্দ নদী, প্রকৃতির প্রাণ থেকে গানের ভুবন, এমন কি সুন্দরের সকল সম্ভাবনা এবং অন্তঃসত্ত্বা মৃত্তিকার একান্ত আপন সুর ও সুধা-সঞ্চয়, সব… সব কেড়ে নেয়।….

error: Content is protected !!