Author Picture

সাফওয়ান আমিন

জন্ম : ২৩ মে, ১৯৯৭
পড়াশোনা : ইংরেজি সাহিত্যে
সম্পাদনা : নিওর, সহযোগী সম্পাদক

সাফওয়ান আমিনের কালিসন্ধ্যার মিহি ডাক

কালিসন্ধ্যার মিহি ডাক গাঁঢ় জোছনার সাধ নেই, সে তো বহু দূর, বহু কথার বিনিদ্র যাপন তত্ত্ব— এখন তো খাচ্ছিই খুঁটে খুঁটে গাঢ় অমাবস্যার রঙ! আজ শুধু ওটুকুই হোক, আপসে তোমাকে ভাবার চিরন্তন ও নির্জন পথের খাঁসা বুঁদরোদন— প্রেমের উর্ধ্বে গিয়ে দেখা যায় কি, কালিসন্ধ্যার মিহিমিহি ডাক? তবে আমার কালিসন্ধ্যাটা ফিরে আসুক; আমি নৃত্য করি তাঁর….

error: Content is protected !!