Author Picture

সাঈদ আজাদ

জন্ম ১৮ আগস্ট, কুমিল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর। স্বপ্নচারী একজন মানুষ।
ভালোবাসেন শব্দ দিয়ে স্বপ্ন বুনতে। সমাজের অবহেলিত প্রান্তিক মানুষের দুঃখ-দুর্দশা, আশা-হতাশা, স্বপ্ন-ভালোবাসা নিয়ে লিখতে পছন্দ করেন।

প্রথম বই, গল্প সঙ্কলন— নিসিন্দার ফুল। বইটি ইতিমধ্যে পাঠকমহলে সমাদৃত।
প্রকাশিত উপন্যাস— অগ্রিপ্রভাত, বিষণ্ণ জোছনা, জলটুঙি।

প্রজাপতি উড়ছে

-এক্সকিউজ মি, আমি আপনার পাশে বেঞ্চটাতে একটু বসতে চাচ্ছি? -সারা পার্কে এত বেঞ্চ থাকতে এই বেঞ্চেই আপনাকে বসতে হবে! -আপনি বোধহয় খেয়াল করেননি, পার্কে অসংখ্য বেঞ্চ আছে ঠিকই। তবে আশেপাশের কোন বেঞ্চই খালি নেই। শুধু আশেপাশের না, সারা পার্কেও একটা বেঞ্চ খালি নেই। আমি পুরোটা পার্ক ঘুরেই এখানে এসেছি। দুপুরবেলাতো। দুপুরবেলা বেঞ্চ খালি পাওয়া যায়….

error: Content is protected !!