
প্রজাপতি উড়ছে
-এক্সকিউজ মি, আমি আপনার পাশে বেঞ্চটাতে একটু বসতে চাচ্ছি? -সারা পার্কে এত বেঞ্চ থাকতে এই বেঞ্চেই আপনাকে বসতে হবে! -আপনি বোধহয় খেয়াল করেননি, পার্কে অসংখ্য বেঞ্চ আছে ঠিকই। তবে আশেপাশের কোন বেঞ্চই খালি নেই। শুধু আশেপাশের না, সারা পার্কেও একটা বেঞ্চ খালি নেই। আমি পুরোটা পার্ক ঘুরেই এখানে এসেছি। দুপুরবেলাতো। দুপুরবেলা বেঞ্চ খালি পাওয়া যায়….