
সাইফুল্লাহ মাহমুদ দুলাল-এর একগুচ্ছ কবিতা
অর্জিতার সাথে লং ড্রাইভ . হাইওয়ে ধরে আমরা যাচ্ছি বিদেশি বিকেলের দিকে, রংধনুর দিকে। যেতে যেতে ওয়েস্ট একজিট নিয়ে ইয়াং স্ট্রিট ধরে নেমে যাই শহরের দিকে। ড্রাইভ থ্রো থেকে চা আর আইচ ক্যাপ নিয়ে ট্রাফিক জ্যাম আর দুটি ইন্টার সেকশন ক্রস করে আবার ইস্ট একজিটে উঠে যাই, ফিরে আসি ফোর-ও-ওয়ানে। দীর্ঘ পথে ইংরেজি রবীন্দ্র সঙ্গীত….