শ্বেতা শতাব্দী এষ-এর একগুচ্ছ কবিতা
ট্রমা জ্বরের স্বভাবে নেমে আসে হাইপার স্পেস- শহরের সবচেয়ে বিবশ বারান্দাটির কোণে যেখান থেকে সামনে তাকালেই ফুটে ওঠে মানুষের চলে যাওয়া… এইখানে থেমে থাকে ট্রমা- শ্বাসেদের কেটে যাওয়ার অনেক গোপনে… নির্লিপ্ত ভালোবাসা মরে যাবার মতো হাওয়া— এ-গ্রীষ্মে বুকের ভেতর উত্তাপ নেই, চলো ফিরে যাই। গলি থেকে বাড়ি বেশি দূরে নয়! শর্তবন্দি মন; চলো ফিরে….