রাজীব সরকারের রম্যসাহিত্য
রাজীব সরকার বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বিতার্কিক। পদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে চাকরি করলেও বিতর্কের সূত্রটি এখনও বিচ্ছিন্ন হয়নি। ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ লেখকের রম্য রচনা। এ বইটিতে লেখক সহজ ও সরস ভঙ্গিতে অনেক কঠিন কথা বলেছেন। রম্য শব্দের অর্থ মনোরম, রমণীয়, সুন্দর। অর্থাৎ রম্য রচনায় জীবনের মনোরম সৌন্দর্য লুকিয়ে থাকে। রাজীব সরকার ইতোমধ্যেই রম্য লেখক….