Author Picture

শিবশংকর কারুয়া

শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রাবন্ধিক।

রাজীব সরকারের রম্যসাহিত্য

রাজীব সরকার বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বিতার্কিক। পদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে চাকরি করলেও বিতর্কের সূত্রটি এখনও বিচ্ছিন্ন হয়নি। ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ লেখকের রম্য রচনা। এ বইটিতে লেখক সহজ ও সরস ভঙ্গিতে অনেক কঠিন কথা বলেছেন। রম্য শব্দের অর্থ মনোরম, রমণীয়, সুন্দর। অর্থাৎ রম্য রচনায় জীবনের মনোরম সৌন্দর্য লুকিয়ে থাকে। রাজীব সরকার ইতোমধ্যেই রম্য লেখক….

error: Content is protected !!