
শাহাজাদা বসুনিয়ার একগুচ্ছ কবিতা
এবড়োখেবড়ো- ৬১ . তুমি যদি শরৎকালে আমার জীবনে আসতে আমি গ্রীষ্মকে তাড়িয়ে দিতাম হাসিমুখে যদি তোমাকে এক বছর কাছে পেতাম আমি মাসগুলোকে ঘুরিয়ে দিতাম যদি শতশত বিলম্ব হতো আমি আমার হাতে তাদের গণনা করতাম যদি নিশ্চিত হতাম এ জীবন শেষ হয়ে গিয়েছিল তাহলে জীবনকে একটি ছিদ্রের মতো ফেলে দিতাম অতঃপর অনন্তকালের স্বাদ গ্রহণ করতাম এখন….