Author Picture

রেজাউদ্দিন স্টালিন

রেজাউদ্দিন স্টালিনের একগুচ্ছ কবিতা

করমর্দন কবিতার শত্রুরা সমবেত শহরে তাদের ছবিতে সয়লাব সমস্ত সরণি ক্ষমতার বিভীষিকাময় জাগযজ্ঞ বুড়িগঙ্গা বিমূঢ় শহরের প্রধান ফটক সাজানো হয়েছে নক্ষত্রে ঐতিহ্যের অতীত- হাতির দাঁতের তোরণ শুঁড় দোলাচ্ছে গৌতমের মায়ের গর্ভনিঃসৃত সাতটি শ্বেত ঐরাবত মেঘরাজ্য থেকে ধরে আনা ময়ূরগুলোর ডানা সোনার পানিতে ধোয়া হচ্ছে পথে পথে কাশ্মিরী কোমল গালিচা পলিশ করা হচ্ছে প্রতিবাদীদের রক্তে অভ্যর্থনায়….

error: Content is protected !!