Author Picture

রাকিবুল রকি

রাকিবুল রকি ১৯৮৫ সালের ১৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা কাশিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আ. আউয়াল এবং রানু বেগমের দ্বিতীয় সন্তান তিনি। পড়াশোনা করেছেন বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে। বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত। স্ত্রী মারজান আক্তার, পুত্র আহমদ রাইয়ান রৌদ্র। স্কুলে পড়াকালীন তাঁর লেখালেখি শুরু। সাহিত্যের বিভিন্ন শাখায় রয়েছে তার সমান বিচরণ। ইতোমধ্যে অনুবাদেও তিনি প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। কাঠখোট্টা আক্ষরিক অনুবাদে তিনি বিশ্বাসী নন। মধ্যযুগে অনুবাদের যে ধারা চালু হয়েছিল বাংলা সাহিত্যে, তিনি সেই ধারারই উত্তরসাধক। সহজ- সরল প্রাঞ্জল ভাষায় করা তার অনুবাদ পড়ে পাঠক লাভ করেন মৌলিক সাহিত্যের স্বাদ।

তাঁর প্রকাশিত বইগুলো হলো—
কাব্যগ্রন্থ: তুমি হাসলে সূর্য কেমন মন খারাপ করে নিভে যায় (২০১৫), ধান-কাউনের গল্প (২০১৮), মায়াবতীর জলে (২০২০) গল্পগ্রন্থ: নিষিদ্ধ গল্প (২০১৭) শিশুতোষ গ্রন্থ: আবীর ও হায়েনার গল্প (২০১৬), জমিদার বাড়ির গুপ্তধন (২০১৮) অনুবাদ গ্রন্থ: দ্য অ্যালকেমিস্ট (২০১৮), কাজুও ইশিগুরোর গল্প (২০১৮), এলিয়েন এলো স্কুলে (২০১৯), দ্য পাওয়ার অব ইয়োর সাবকনশাস মাইন্ড (২০২০) যৌথ সম্পাদিত গ্রন্থ: মজার বই (২০১৫), পৌরাণিক শব্দকোষ (২০১৮)

পুরস্কার: বাবুই শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার (২০১৮), প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার (২০২০)

আহমদ বশীরের ‘ত্রিশঙ্কু’: সময়ের জীবন্ত দলিল

কবিতার তুলনায় বাংলা উপন্যাসের বয়স খুবই কম। কবিতার বয়স যেখানে প্রায় হাজার দেড়েকের কাছাকাছি, সেখানে উপন্যাসের আয়ু এখনো দুইশ বছর পেরোয়নি। বাংলা উপন্যাসের আঁতুড়ঘরে দৃষ্টি দিলে আমরা দেখতে পাব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম উপন্যাস নির্মাণ করতে গিয়ে সমকালীন ঘটনাকে আশ্রয় না করে ইতিহাসের আলো-আঁধারির জগৎকে উপজীব্য করেছেন। অর্থাৎ উনিশ শতকে রচিত উপন্যাসে তিনি ষোড়শ শতকের শেষ….

error: Content is protected !!