Author Picture

ময়ুখ চৌধুরী

আমাদের সমুদ্র-সাময়িকী

ঠিক সাড়ে দশটায় পতেঙ্গার উদ্দেশে বেরিয়ে পড়লাম আমরা। আমরা, মানে চিরকালের মতো ধূসর একজন তুমি যে কিনা অ্যাকুরিয়ামের সংসার ভেঙে বেরিয়ে আসতে চেয়েছ; আর একজন আমি- ছন্নছাড়া ফড়িঙের ডানা। কথা ছিল আমাদের যৌথ সম্পাদনায় প্রকাশ পাবে সমুদ্র-সাময়িকী, যার প্রতিটি পৃষ্ঠায় জলের অক্ষর এসে ছুঁয়ে দেবে নুড়ি ও পাথর। অন্যদিকে, সাড়ে দশটার মানে একটা কাঁটা ঠিক….

error: Content is protected !!