Author Picture

মোহাম্মদ সাদিক

মোহাম্মদ সাদিক (জন্ম ১৯শে সেপ্টেম্বর, ১৯৫৫) একজন বাংলাদেশী কবি এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ১২ তম চেয়ারম্যান। কবিতায় অবদানের জন্য তিনি ২০১৭ সালে বাংলা একাডেমি থেকে প্রদত্ত বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

 

ড. মোহাম্মদ সাদিক ১৯৫৫ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান সুনামগঞ্জ জেলায়। বাংলা ভাষা ও সাহিত্যে ১৯৭৬ সালে বি. এ.(সম্মান) এবং ১৯৭৭ সালে এম.এ. ডিগ্রিধারী ড. মোহাম্মদ সাদিক যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় হতে ১৯৯৪-৯৫ সালে পারসোনাল ম্যানেজমেন্ট-এর উপর পড়াশুনা করেন এবং পরে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সিলেটি নাগরী লিপির ওপর তার গবেষণার জন্যে ভারতের আসাম বিশ্ববিদ্যালয় হতে পি. এইচ. ডি. ডিগ্রি লাভ করেন।

মোহাম্মদ সাদিকের তিনটি কবিতা

নির্ঘুম পিরোজপুর . পিরোজপুরে গুলির শব্দ শোনা যায় না শুধু প্রতিদিন পাখি প্রাণ মরে যায়, মন পাখি উড়ে যায় দূরে কোনো করচের নিচে গলাজলে রক্তি নদীর নাম যাদুকাটা ছিলো যাদুকাটা নাম ভুলে রক্তি হয়ে যায় রক্তি থেকে মেঘালয় খুব বেশি দূরে নয় পিরোজপুরে গুলি হয়, শব্দ হয় না পিরোজপুরে রেবা আর রেখাদের বাড়ি তারা গান….

error: Content is protected !!