
মোহাম্মদ সাদিকের তিনটি কবিতা
নির্ঘুম পিরোজপুর . পিরোজপুরে গুলির শব্দ শোনা যায় না শুধু প্রতিদিন পাখি প্রাণ মরে যায়, মন পাখি উড়ে যায় দূরে কোনো করচের নিচে গলাজলে রক্তি নদীর নাম যাদুকাটা ছিলো যাদুকাটা নাম ভুলে রক্তি হয়ে যায় রক্তি থেকে মেঘালয় খুব বেশি দূরে নয় পিরোজপুরে গুলি হয়, শব্দ হয় না পিরোজপুরে রেবা আর রেখাদের বাড়ি তারা গান….