
মুহম্মদ ইমদাদ-এর তিনটি কবিতা
অতীত বহু বছর ধরে আমরা আমাদের অতীতের পাশ দিয়ে আসা যাওয়া করি। কিন্তু একটাও কথা বলি না অতীত আমাদের দুশমন ছিল নাকি? মনে হয় ছিল। না হলে কীভাবে কীভাবে সে অল্প দামে কিনে নিয়েছিল জীবনের প্রথম হাতঘড়ি লাল ওয়াকম্যান মানিব্যাগ চিঠি? আমিই আমার নৌকা, আমিই আমার মাঝি জন্ম উত্তাল, রাগী, বিপদসংকুল এক সমুদ্রে। জন্মমাত্র….