Author Picture

মুন্সি বোরহান মাহমুদ

কবি, গীতিকার।

মুন্সি বোরহান মাহমুদের একগুচ্ছ কবিতা

চোখ-১ . চোখের ভেতর শস্যদানা চোখের ভেতর দুগ্ধ ছানা চোখের ভেতর মাটির পায়েস জাত কিষাণীর মুন্সিয়ানা চোখ-২ . চোখের ভেতর প্রজাপতি চোখের ভেতর লজ্জাবতী চোখের ভেতর ইশক ও মাশুক গাজী, কালু, চম্পাবতী চোখ-৩ . চোখের ভেতর সুফিয়ানা চোখের ভেতর চোখ বেগানা চোখের ভেতর বারমুডা কোন সিন্ধু গিরি মারিয়ানা চোখ-৪ . চোখের ভেতর আকাশ প্রদীপ চোখের….

error: Content is protected !!