Author Picture

মুজাহিদ আহমদ

কবি। অন্তর্গত ভাব—বেদনা, আনন্দ—নিপীড়ন যার কবিতার মর্মমূলের জমিনে দানার ফসল হয়ে ওঠে। লিখছেন অনেকদিন। সেই স্কুলের পাঠগ্রহণের কাল থেকেই।

 

জন্ম ১৯৭৯ সালের ১লা জানুয়ারিতে। নিভৃত গ্রাম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাসামপুরে। মা কাজী নাজমা, বাবা প্রয়াত রহমত আলী।

 

এ-যাবত প্রকাশিত কবিতার বই ‘মৃত ঈগলের চোখ’ [২০০৩], ‘চিলেকোঠায় পিদিম জ্বলে’ [পুস্তিকা, ২০০৫] ‘ব্যবচ্ছেদ’ [২০১১], ‘মুদ্রণপ্রমাদ’ [২০১২], ‘কুলসুম’ [২০২২], ‘জলশ্রী’ [২০২৩]। যৌথ সম্পাদনা— ‘অরণ্যে অস্থির গান’ [কবিতার সঙ্কলন, ২০০২] ‘আবদুল ওয়াহাব চৌধুরী রচনাসমগ্র’ [২০০৭]।

 

সম্পাদনা— ‘প্রথম দশকের কোরাস’ [কবিতার সংকলন], সাহিত্যের ছোট কাগজ ‘কোরাস’।

 

মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সম্পাদক হিসেবে কর্মরত। পাশাপাশি প্রকাশনা প্রতিষ্ঠান ‘কোরাস’ ও বই বিক্রয়ের প্রতিষ্ঠান ‘বইয়ের কোরাস’ পরিচালনা করছেন।

 

লিটল ম্যাগাজিন সম্পাদনার জন্য ‘বগুড়া লেখক চক্র পুরষ্কার-২০১৮’ ও ‘সমধারা লিটলম্যাগ সম্পাদক সম্মাননা-২০১৯’ পেয়েছেন।

 

কন্যা তাওফিকা মুজাহিদ, পুত্র আহমদ তারতিল এবং স্ত্রী কলেজ-শিক্ষক তাসলিমা আক্তারসহ মা, ভাই—বোন নিয়ে চলছে জীবন—সংসার।

মুজাহিদ আহমদের একগুচ্ছ কবিতা

বৃষ্টি-সজ্জিত ঘাস মাথার ওপর থেকে মেঘের পাহাড় সরাও— খণ্ড খণ্ড ঘৃণা ভাসিয়ে দাও বৃষ্টি— সজ্জিত ঘাস-মাটির টিলায়। যাবতীয় তরুলতায় এতোক্ষণে মিশে গেছে কেশ— ঘ্রাণ। ঠিক পিঠের দিকটায় যে বৃক্ষটি দাঁড়িয়ে-তার লজ্জায় আমিও লজ্জিত প্রায়। আগুন লেগেছে বনে— এই আগুন তোমারই পোষা। এখন যতোই আগুন লাগুক বনে— বিস্তীর্ণ জলাশয়ে-মুছে ফেলো। অবাঞ্চিত ঘোষণা করো জেগে ওঠা ক্ষোভ।….

error: Content is protected !!