
মিনহাজ উদ্দিন শপথ-এর একগুচ্ছ হাইকু
১. দুপুর জানে ঘুঘুর কী দহন শ্রাবণ গানে। ২. কালো- সাদাতে ঘরে রঙ বিছাই তোকে রাঙাতে। ৩. ফুলের মায়া মেঘের হাতছানি কাঁপছে ছায়া। ৪. ওগো বকুল সুবাসে কাঁপে বুক ভাঙে দু’কূল। ৫. ছায়ার ঘরে গাছের ইতিহাস ফাগুনে পুড়ে। ৬. এই তিথিতে ফুলের ঘ্রাণ পাই লাল পিরিতে। ৭. জলের ছবি রঙে তুলিতে আঁকি আঁধার সবি। ৮…..