
মারুফুল ইসলামের একগুচ্ছ কবিতা
স্বপ্ন কখনো আমি তোকে স্বপ্নে দেখি নি তবে আমি তোকে নিয়ে স্বপ্ন দেখি সবখানে সারাক্ষণ সকালে হ্রদের কিনারে হাঁটাপথে কফিশপে খবরের কাগজের ভাঁজে বইয়ের পাতা ওলটাতে গিয়ে টেলিভিশন কিংবা মোবাইল ফোনের পর্দায় চোখ রেখে দুপুরে খেতে বসে বিকেলে চায়ের চুমুকের ফাঁকে সন্ধের পানীয়ের আড্ডায় রাতের শয়নে যখন কোনো কাজ করি না তখনো যখন কাজে ব্যস্ত….