
মামুন আজাদ-এর একগুচ্ছ কবিতা
অটোগ্রাফ ক্যাবারে ড্যান্সারের মসৃণ উরুতে স্যাম্পেন ঢাললেন শেখ হাফিজ বিন সাত্তার। নতুন মডেলের ফেরারিটা সবার আগেই নিজের গ্যারেজে ঢোকালেন সুলতান খালিদ। ধর্মনিরপেক্ষ প্রেসিডেন্ট ইমরুদ কার্দিক মহাতৃপ্ত আসছে ন্যাটোর সমর্থন ইইউতে পাওয়া গেছে ভিসা ফ্রি অধিকার। সুদূর আফ্রিকা তুরান থেকে ছুটে আসা ইব্রাহিম খলিলরা ভাসা ভাসা বাঙলায় বহুত ফায়দার দাওয়াতে মাতাচ্ছেন ‘তুরাগে’র পাড়! মা-শা-আল্লাহ, মা-শা-আল্লাহ ধ্বনিত….