
ত্রিপুরায় বাংলা ভাষা প্রচলনে রাজাদেশ
মাণিক্য-রাজাদের শাসনামল জুড়ে তাঁরা রাজভাষা হিসেবে বাংলা ভাষাকে ব্যবহার করতেন। ত্রিপুরার বাংলা ভাষার গদ্য রচনার শুরু হয়েছিল রাজাদের আদেশপত্রের মাধ্যমে। পুরাতন চিঠিপত্র, দলিল-দস্তাবেজ, তাম্রপট্ট, সনদ-দানপত্র ইত্যাদিতে প্রাচীন বাংলা গদ্যের নিদর্শন পাওয়া যায়। মহারাজা কল্যাণমাণিক্যের ব্রহ্মোত্তর সনদটি ১৬৫১ সালে লেখা। [ড. শিশির কুমার সিংহ, ত্রিপুরার বাংলাসাহিত্যের সম্পূর্ণ ইতিহাস ] সনদটি এরূপ : ব্রহ্মোত্তর সনদ তাম্রপট্ট :….