
মনদীপ ঘরাই এর একগুচ্ছ কবিতা
শুরু থেকে এভাবে না। আমার সবকিছু শুরু থেকে চাই। আমি মাঝপথ থেকে কোনো সিনেমা দেখি না; এমনকি দেখি না এক ইনিংস পেরোনো কোনো খেলাও। এই যেমন বইয়ের কথাই ধরুন না! শুরু থেকেই তো পড়তে হয়। শেষ থেকে শুরু করা যায় না। এজন্য শুরু থেকে চাই। সবকিছু শুরু থেকে চাই। বেতনের মতো; মাসের শুরু থেকে। নববর্ষের….