
মঈনুস সুলতান-এর একগুচ্ছ কবিতা
সম্ভাবনা অপার মিসরের পূরাতাত্ত্বিক সাইট থেকে স্ক্যান করে পাঠিয়েছো ছবি একটি অনুরোধ মোসাম্মাৎ রোহিত রামেলা— হাল ছেড়ো না— হলোই-বা আমার ক্লেশ— করো না তো অবহেলা, ক্লিয়ার এসেছে ইমেজ— যা দেখছি মনে হয়— অস্থি অনাদী নীরবে খুঁড়— ভূগর্ভে প্রচ্ছন্ন হয়ে আছে রহস্যের চাবিকাঠি— গূঢ়, খুঁজে পাবে হয়তো — ক্লিওপেট্রার সমাধি। পেয়েছো যে সব হাতিয়ার— মৃৎপাত্র আমি….