Author Picture

বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর

বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের একগুচ্ছ কবিতা

বিষন্ন মাটি . এই অনাথ অন্ধকারে তোমাকে আমি খুঁজি যেমন উঠানে বিছানো ধান খুঁজে বেড়ায় পায়রা, আমি অপেক্ষা করছি তোমার জন্য তুমি কখন আসবে? সকালে, মধ্যাহ্নে, রাত্রে? জানো আমার সকল আকাশপথ ঘন নীল, প্রবাসের বিষন্ন মাটি পেরিয়ে তুমি কি আসবে? আমি ভাবতে ভাবতে ই-মেইল করি তোমাকে, জানি পৃথিবীর সকল মাটি বিষন্ন তুমি আর আসবে না….

error: Content is protected !!