Author Picture

বাবুল আহমদ

কবি ও নাট্যকার

বাবুল আহমদ-এর একগুচ্ছ কবিতা

আরেক ফাল্গুণে এ কেমন বর্বরতা! হিটলার যদি গোলাপ চাষীও হয়ে যায় অথবা বেঞ্জামিন নেতানিয়াহু চার্চের পুরোহিত তাহলেও বরফ গলবে এন্টারকটিকায় পাতা ঝরবে শরতের বনে পাপড়িহীন বৃন্তে লাল পিঁপড়া যাবে বিষের সন্ধানে। এ কেমন বে-নজীর মাতুব্বরি! স্বর্গের পাখি এলবাট্রোস্ শরবিদ্ধ আজ তার নামে শোকগাঁথা হলে নরকের সিঁড়ি ভাঙতেই পারে কেউ যদি মহররমের মর্সিয়ায় রক্তাক্ত করে নিজের….

error: Content is protected !!