Author Picture

ফয়সল নোই

ফয়সল নোই’র একগুচ্ছ কবিতা

এক বর্ষা সন্ধ্যায় আজিজ মার্কেটের ঘটনা বারান্দা ছেড়ে ছোট্ট নর্দমা সৌখিন এক লাফে পার হয়ে শেষ-মেশ একটি রিকশা পেয়ে গেল মেয়েটি; আঁধার বৃষ্টির সন্ধ্যা মাঝ পথে ক’ফোটা বৃষ্টি ধন্য হলো তাকে ছুঁতে পেরে ! … পিছে ভুত-চোখে চেয়ে আছে মুগ্ধ আজিজ মার্কেট দোকানের বইগুলো সুখে আছে আজ, জড়াজড়ি করে শুয়ে আছে র্যাকে। ঝড়-বর্ষার রাত, শাহবাগে….

error: Content is protected !!